মহামারির আবহে নির্বাচনের জন্য একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের

মহামারি পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখা হয়েছে আপাতত। কিন্তু বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে নির্বাচন করানো পর্যালোচনা করে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। সেখানে যেমন প্রার্থীদের ক্ষেত্রে নিয়মের কথা বলা হয়েছে, তেমনই ভোটারদের ক্ষেত্রেও একাধিক নিয়ম ও শর্তাবলির কথা বলা হয়েছে।

এক নজরে দেখে নিন নির্দেশিকা-

১) বুথে ঢোকার আগে প্রত্যেক ভোটারকে দেওয়া হবে এক জোড়া গ্লাভস

২) গ্লাভস পরেই বুথের নথিতে সই করতে হবে ভোটারদের

৩) গ্লাভস পরেই টিপতে হবে ইভিএমের বোতাম

৪) প্রার্থীদের অনলাইনে মনোনয়ন দাখিল করতে হবে

৫) প্রার্থীদের সিকিওরিটি ডিপোজিট ও হলফনামা জমা করতে হবে অনলাইনেই

৬) প্রার্থীরা যখন বাড়ি-বাড়ি প্রচারে বেরোবেন, তখন সর্বোচ্চ ৫ জন তার সঙ্গে থাকতে পারবেন

৭) করোনা বিধি মেনেই সভা ও মিছিল করা করতে হবে

৮) মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ও ও পিপিই ব্যবহার করতে হবে

৯) নিয়ম মেনে সোশ্যাল ডিস্টান্সিং বজায় রাখতে হবে

১০) করোনা আক্রান্তরাও এবার আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন

১১) ৮০ বছরের উর্ধ্বে যাঁদের বয়স, তাদের ভোট দিতে হবে ব্যালট পেপারে

১২) কোনও প্রার্থী যদি সশরীরে মনোনয়নপত্র জমা দিতে যান, তাহলে তাঁর সঙ্গে শুধুমাত্র দু’‌জন থাকতে পারবেন

১৩) নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজের সময় উপস্থিত প্রত্যেককে মাস্ক পরতে হবে। সঙ্গে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার

১৪) রোড–শোয়ের ক্ষেত্রে পাঁচটির বেশি গাড়ি থাকবে না।

১৫) অমান্য করা যাবে না স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা বিধিনিষেধ

১৬) বুথের মধ্যে প্রবেশের আগে ভোটারের তাপমাত্রা মাপা হবে

১৭) কারোর তাপমাত্রা বেশি থাকলে একঘণ্টা পর ফের পরীক্ষা করা হবে। তখনও একই ফলাফল এলে একদম শেষে ভোটদানের সুযোগ পাবেন

১৮) রাজ্য, জেলা এবং প্রতিটি নির্বাচনী ক্ষেত্রের জন্য পৃথক পৃথক নোডাল অফিসারও নিয়োগ করতে হবে

১৯) কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন

২০) একটা পোলিং স্টেশনে সর্বাধিক হাজার ভোটার ভোট দিতে পারবেন। আগে এই সংখ্যাটা ছিল ১৫০০

২১) কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা শেষ ঘণ্টায় ভোট দেবেন। স্বাস্থ্য আধিকারিকের তত্ত্বাবধানে সব নিয়মবিধি মেনে তাঁরা ভোট দেবেন।

Previous articleপ্রবল অর্থনৈতিক সঙ্কট, সাহায্য চেয়ে কেন্দ্রের দ্বারস্থ সায়েন্স সিটি!
Next articleসংক্রমণ এড়াতে নিজেই করুন এবারের গণেশ বন্দনা!