টাকা দিক বা না দিক চিকিৎসা শুরু করতে হবে, কড়া বার্তা রাজ্য স্বাস্থ্য কমিশনের

ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য টাকা জমা দিক বা না দিক, চিকিৎসা শুরু করতে হবে। শনিবার সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে কড়া বার্তা দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন। এর থেকে স্পষ্ট টাকা জমা দেওয়া হয়নি এই অজুহাতে রোগী ফেলে রাখতে বা ফেরাতে পারবে না হাসপাতালগুলি। স্পষ্টতই, রাজ্যবাসীর কাছে এটা অত্যন্ত স্বস্তির খবর।

এদিন সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোভিড রোগীকে কোনওভাবেই ফেরানো যাবে না। টাকার জন্য যেন পরিষেবা বিঘ্নিত না হয়। রোগী হাসপাতালে এলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে।” তিনি জানান, করোনা চিকিৎসার জন্য নতুন অ্যাডভাইজরি তৈরি করা হয়েছে।মূলত বেড চার্জ, ওষুধ এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য বিল বাড়ছে বলে জানান তিনি। এই পরীক্ষা-নিরীক্ষা কীভাবে করা উচিত তার রিপোর্ট দিয়েছেন চিকিৎসকরা। কোন কোন পরীক্ষা করা উচিত তার তালিকা তৈরি করা হয়েছে।

Previous articleইন্টারনেট নেই, অনলাইন ক্লাস করতে প্রতিদিন ৫০ কিমি হাঁটে পড়ুয়ারা!
Next articleপ্রশান্ত কিশোরের উদ্যোগে বঙ্গ- রাজনীতিতে তাজা, সবুজ হাওয়া