প্রায় ৫ মাস পর সোমবার শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলাভিত্তিক ভারচুয়াল রিভিউ মিটিং

মহামারির কারণে প্রায় ৫ মাস জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠক বন্ধ ছিলো৷

সূত্রের খবর, সোমবার থেকে জেলাগুলির পর্যালোচনা বৈঠক শুরু করছেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকেই হবে বিভিন্ন জেলা প্রশাসনকে নিয়ে এই ভারচুয়াল প্রশাসনিক বৈঠক৷ সোমবার দফায় দফায় একের পর এক জেলার সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী ৷ আপাতত জানা যাচ্ছে,

◾ প্রথম ধাপে দু’দিন চলবে এই ভারচুয়াল বৈঠক৷

◾ এই ধাপে ৯-টি জেলার প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

◾ সোমবারের ভারচুয়াল বৈঠকে যোগ দেবে ৪ জেলা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা।

◾ মুখ্যমন্ত্রী তাঁর সরকারের ২০টি দপ্তরকে নিয়ে বৈঠকে বসবেন৷

◾ মঙ্গলবার হবে ৫টি জেলার বৈঠক৷ এই জেলাগুলি হলো, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান।

◾ নবান্ন সভাঘর থেকে বিকেল ৩টেয় ভারচুয়াল বৈঠক শুরু করবেন মুখ্যমন্ত্রী।

◼মুখ্যসচিব ছাড়াও ২০-টি দপ্তরের প্রধান সচিব, সচিবরাও নবান্নের ওই বৈঠকে যোগ দেবেন।

◾ বৈঠকে যোগ দেবেন বিভিন্ন জেলা পরিষদের সভাধিপতি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও, এসডিপিও, আইসি ও ওসিরা।

◾ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই মুখ্যমন্ত্রীর এই ভারচুয়াল বৈঠক হবে৷

মহামারি পরিস্থিতিতে গত ৫ মাসে মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার সব জেলাকে নিয়ে ভিডিও কনফারেন্স করেছেন। তবে তখন জেলার প্রশাসনিক রিভিউ মিটিং হয়নি৷ কারণ, মুখ্যমন্ত্রীর ওই বৈঠকের মূল অ্যাজেণ্ডাই ছিলো করোনা-নিয়ন্ত্রণ ৷ ফলে, গত প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রিভিউ মিটিং৷ সেই বৈঠকই ফের শুরু হচ্ছে সোমবার। এই চরম সংকটেও জেলাগুলিতে বিভিন্ন দপ্তরের কাজ কেমন হয়েছে, এই বৈঠকে তা তুলে ধরবেন জেলাশাসকরা।

সামনেই বিধানসভা ভোট। এই সব রিভিউ মিটিংযয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে একদিকে জেলার আমলারা, অন্যদিকে গোটা তৃণমূল৷