“আমিও কর্তব্য পালন করতেই নজর রাখছি”, চিকিৎসার সরঞ্জাম কেনা বিষয়ে ফের টুইট রাজ্যপালের

করোনা চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম কেনাতেও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি কানে যেতেই তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। সেই ইস্যুতেই শুক্রবার সকালে পরপর দুটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কোথা থেকে সরঞ্জাম কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছে তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান তিনি। এর পর ফের শনিবার এই বিষয়ে রাজ্যপাল টুইট করেন।

এই টুইটে তিনি লেখেন, ” এটা স্বচ্ছতা বজায় রাখার সময়। মানুষকে সব জানান। কত টাকার কেনাকাটা হয়েছে , কারা তা সরবরাহ করেছে , কে কে এই সিদ্ধান্তের শরিক । মানুষের নজর রয়েছে এ কথা যেন মাথায় থাকে। আমিও কর্তব্য পালন করতেই নজর রাখছি।”

Previous articleরাজ্যের দু’জন এ বছর জাতীয় শিক্ষকের মর্যাদা পাচ্ছেন
Next articleগুরুগ্রামে ভেঙে পড়ল ৬ কিলোমিটার ফ্লাইওভারের একটি অংশ, আহত ২