সোনু সুদ নিবাসে প্রবেশ পবন ও কৃষ্টির, অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পরিবারের

কে সোনু সুদ? ছবি দেখা তো দূর নামও জানতেন না পবন। সেই সোনু দেবদূত হয়ে উঠলেন জলপাইগুড়ির পরিবারের কাছে। মাথা গোঁজার জন্য ভাঙা দরমার ঘরটায় দেওয়াল তোলার ব্যবস্থা করলেন পর্দার খলনায়ক। সোনুর সাহায্যেই পাকা ঘর পেলেন পবন ছেত্রী ও তাঁর মেয়ে কৃষ্টি।

জলপাইগুড়ি জেলার লুকসান চা বাগান এলাকার বাসিন্দা। কাজ হারিয়ে অসম থেকে ফিরেছেন তিনি। স্ত্রী নেই। মেয়ে কৃষ্টি চতুর্থ শ্রেণিতে পড়ে। জরাজীর্ণ অবস্থা বাড়ির। কিন্তু ঘর তৈরির টাকা নেই। এই অবস্থার কথা প্রতিবেশী তরুণী সোনাল সিংহকে বলেছিল কৃষ্টি। সোনাল উদ্যোগী হয়ে সোনুকে টুইটারে পবনের পরিবারের জন্য আর্থিক সাহায্য প্রার্থনা করেন। সাহায্যের আশ্বাস দেন অভিনেতা। কয়েক সপ্তাহ আগে সেই সাহায্য পৌঁছয় পবনের কাছে।

অভিনেতার আর্থিক সাহায্যে পাকা দেওয়াল ও টিনের ছাউনি দিয়ে একটি ঘর ও বারান্দা তৈরি হয়। শনিবার গৃহপ্রবেশ হয়েছে। পবন বাড়ির নাম রেখেছেন ‘সোনু সুদ নিবাস’। নতুন বাড়ি তৈরি হওয়ায় খুশি কৃষ্টি। পবন বলেন, “সোনু সুদের নাম আগে শুনিনি। দেবদূতের মতো হাজির হলেন তিনি। ওঁকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।”

Previous articleঅসাধারণ চমক! বাসে চেপে দিল্লি থেকে সরাসরি লন্ডন?
Next articleআন্তর্জাতিক স্তরে ধাক্কা, ইরান বিরোধী নিষেধাজ্ঞায় এক ঘরে ট্রাম্প