গাঁজার নেশা করতেন সুশান্ত! জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর দাবি পরিচারকের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় একের পর এক তথ্য উঠে আসছে। প্রয়াত অভিনেতা গাঁজার নেশা করতেন বলে দাবি করেছেন তাঁর পরিচারক নীরজ সিং। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে এই দাবি করেছেন তিনি।

নীরজের দাবি, সিগারেটের মধ্যে গাঁজা ভরে নেশা করতেন সুশান্ত। তিনি সিগারেটের মধ্যে গাঁজা ভরে সুশান্তকে দিতেন বলে জানিয়েছেন নীরজ। এমনকী ১৪ জুন সুশান্তের মৃত্যুর আগে তিনি তাঁকে সিগারেটের মধ্যে গাঁজা ভরে দিয়েছিলেন। এমনটাই দাবি করেছেন নীরজ। সিবিআই কে তিনি জানিয়েছেন, অভিনেতা মৃত্যুর পর ওই ঘরে ঢুকলে ফাঁকা বাক্স দেখতে পান। ওই বাক্সে কোনও সিগারেট আর অবশিষ্ট ছিল না বলে দাবি নীরজের।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে সুশান্তের বাড়িতে কাজ শুরু করেন নীরজ। রান্না থেকে বাড়ির সবকিছু দেখভাল করতেন তিনি। জিজ্ঞাসাবাদের নীরজ দাবি করেছেন, কেপরি হাইটসের বাড়ি থেকে সুশান্ত যখন চার্টার রোডের অ্যাপার্টমেন্টে আসার পর সব পাল্টে যেতে শুরু করে। সিদ্ধার্থ পিঠানি এবং রিয়া চক্রবর্তীর নির্দেশেই তাঁরা কাজ করতেন বলে দাবি নীরজ সিং এর।