উত্তরপ্রদেশে 2 বছর মেয়াদের রাজ্যসভায় প্রার্থী মুকুল?

নাঃ! এবারও বিজেপি রাজ্যসভা দিল না মুকুলকে

10 সেপ্টেম্বর উত্তরপ্রদেশে একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন।
এই আসনটির মেয়াদ 2 বছর।
অমর সিংয়ের মৃত্যুতে এটি শূন্য।
এটি বিজেপির আসন নয়।
প্রথমে সমাজবাদী পার্টির। তারপর “আনঅ্যাটাচড”।
কিন্তু এবার জিতবে বিজেপি।
ফলে বাংলার ভোটের কথা ভেবে এখান থেকে রাজ্যসভায় প্রার্থী করার কথা হচ্ছে মুকুল রায়কে।
এই 2 বছর মেয়াদের আসন থেকে মুকুলকে রাজ্যসভায় এনে মন্ত্রী করা হবে বলে মুকুলশিবিরের স্থির বিশ্বাস। কিন্তু এটাও না হলে বিষয়টা অথৈ জলে। যেহেতু আসনটি বিজেপির ছিল না, তাই মুকুলকে ছাড়তে দিল্লির নেতারা নাকি রাজি। এ নিয়ে কৌতূহল তুঙ্গে।

 

Previous article“থাকবো না ভেবে সময় কম দিচ্ছো?” হাসতে হাসতে পুলিশকর্তাকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর?
Next articleএকগুচ্ছ নির্দেশিকা মেনে খুললো তারাপীঠ মন্দির