পাকিস্তানের ওপর বেজায় চটে থাকা সৌদির চিনকেও মোক্ষম জবাব!

পাকিস্তানের সঙ্গে সৌদির সখ্যতা সবাই জানেন। বহুদিন ধরেই এই সখ্যতা রয়েছে। সেই সখ্যতাতেও সম্প্রতি চিড় ধরেছে । পাকিস্তানের ওপর বেজায় চটে থাকা সৌদি চিনকেও মোক্ষম জবাব দিতে পিছপা হচ্ছে না!
যার নিট ফল, ওআইসিতে পাক বিদেশমন্ত্রী কাশ্মীর প্রসঙ্গ তুলতে চেয়েছিলেন। কিন্তু পছন্দ হয়নি সৌদির। পাকিস্তান সৌদির ওপর চোটপাট দেখাতেই সৌদি চেপে ধরে পাকিস্তানকে। আন্তর্জাতিক আইনি পথে পাকিস্তানকে দেওয়া ঋণের অর্থ ফেরত চায় সৌদি। সেই ঋণের টাকা মেটাতে নাজেহাল পাকিস্তান চিনের সাহায্য চায়। চিন পাকিস্তানকে সাহায্য করতেই সৌদি আরবের চক্ষুশূল হয়ে গিয়েছে চিনও!
এরপরই নাটকের ক্লাইম্যাক্স চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
সৌদি আরবের তাবড় তাবড় তেল কোম্পানি অ্যারামকোর সঙ্গে চিনের ১০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি বাতিল করে। সৌদির এই পদক্ষেপে
একটি পরিশোধনাগার ও একটি পেট্রোক্যামিকেল কমপ্লেক্স চিনে গড়ে তোলার যে প্রস্তুতি চলছিল, তা আপাতত বিশ বাঁও জলে।

Previous articleমানের সঙ্গে আপোস নয়, কেউ যেন মাস্ক কেনা নিয়ে প্রশ্ন না করেন: মন্তব্য ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর
Next articleব্রেকফাস্ট নিউজ