Sunday, November 9, 2025

সুশান্ত আত্মহত্যা করেন নাকি খুন হন, কী বললেন রিয়া?

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ক্রমেই জটিল হচ্ছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন তা নিয়ে ধন্ধে রয়েছেন খোদ তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী। ইতিমধ্যেই নানা দিক থেকে সুশান্ত মৃত্যুর তদন্ত শুরু করেছে সিবিআই, ইডি এমনকী নারকোটিক কন্ট্রোল ব্যুরো। মামলায় প্রধান অভিযুক্ত সুশান্তের বান্ধবী রিয়াই। দীর্ঘ নীরবতার পর অবশেষে কয়েকটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রধান অভিযুক্ত রিয়া ইঙ্গিত দিয়েছেন, সুশান্তের মৃত্যু খুনও হতে পারে। ঘনিষ্ঠ মহলেও তিনি খুনের আশঙ্কা প্রকাশ করেছেন বলে খবর।

সুশান্তের মৃত্যু প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে রিয়া বলেন, আমি নিজেও সংশয়ে। কীভাবে ওর মৃত্যু হল? এটা আত্মহত্যা না খুন তা আমিও জানতে চাই। গত ৮ জুন সুশান্তের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে আসি আমি। তখন আমি অসুস্থ ছিলাম। ৮ তারিখ থেকে পরপর কয়েকদিন সুশান্তের বাড়িতে তাঁর সঙ্গে ছিলেন তাঁর দিদি মিতু সিং। ওইসময় সুশান্তর কী সমস্যা চলছিল বা ওখানে কী ঘটছিল তা তাঁর দিদিই ভাল বলতে পারবেন। আমাকে সুশান্ত শেষ মেসেজ করে ৯ জুন। লিখেছিল, হাউ আর ইউ বেবি? আমার খুব খারাপ লেগেছিল এটা ভেবে যে ও একবারও আমায় ওর কাছে ফিরে যেতে বলল না! আমি ভেবেছিলাম, আমি অসুস্থ বলেই হয়তো আমাকে দূরে ঠেলে দিচ্ছে সুশান্ত। মন খারাপ হওয়ায় আমি ওর ফোন নম্বরও ব্লক করে দিই। ১০ জুন সুশান্ত আমার ভাই শৌভিককে মেসেজ করে আমার খবর নেয়। সেই শেষ। তারপর আর যোগাযোগ হয়নি। এরপর ১৪ জুন দুপুরবেলা আমার এক বন্ধুর ফোন থেকে সুশান্তর খবর জানতে পারি। প্রথমে ভেবেছিলাম গসিপ, মিথ্যা খবর। পরে দেখি দুঃসংবাদটা সত্যি। আমি নিজেও জানি না, ১৪ তারিখ ঠিক কী হয়েছিল? মাত্র এই কদিনে এমন কী হল? এটা খুন না আত্মহত্যা? সত্যিটা আমিও জানতে চাই।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...