Thursday, December 4, 2025

সুশান্ত আত্মহত্যা করেন নাকি খুন হন, কী বললেন রিয়া?

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ক্রমেই জটিল হচ্ছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন তা নিয়ে ধন্ধে রয়েছেন খোদ তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী। ইতিমধ্যেই নানা দিক থেকে সুশান্ত মৃত্যুর তদন্ত শুরু করেছে সিবিআই, ইডি এমনকী নারকোটিক কন্ট্রোল ব্যুরো। মামলায় প্রধান অভিযুক্ত সুশান্তের বান্ধবী রিয়াই। দীর্ঘ নীরবতার পর অবশেষে কয়েকটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রধান অভিযুক্ত রিয়া ইঙ্গিত দিয়েছেন, সুশান্তের মৃত্যু খুনও হতে পারে। ঘনিষ্ঠ মহলেও তিনি খুনের আশঙ্কা প্রকাশ করেছেন বলে খবর।

সুশান্তের মৃত্যু প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে রিয়া বলেন, আমি নিজেও সংশয়ে। কীভাবে ওর মৃত্যু হল? এটা আত্মহত্যা না খুন তা আমিও জানতে চাই। গত ৮ জুন সুশান্তের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে আসি আমি। তখন আমি অসুস্থ ছিলাম। ৮ তারিখ থেকে পরপর কয়েকদিন সুশান্তের বাড়িতে তাঁর সঙ্গে ছিলেন তাঁর দিদি মিতু সিং। ওইসময় সুশান্তর কী সমস্যা চলছিল বা ওখানে কী ঘটছিল তা তাঁর দিদিই ভাল বলতে পারবেন। আমাকে সুশান্ত শেষ মেসেজ করে ৯ জুন। লিখেছিল, হাউ আর ইউ বেবি? আমার খুব খারাপ লেগেছিল এটা ভেবে যে ও একবারও আমায় ওর কাছে ফিরে যেতে বলল না! আমি ভেবেছিলাম, আমি অসুস্থ বলেই হয়তো আমাকে দূরে ঠেলে দিচ্ছে সুশান্ত। মন খারাপ হওয়ায় আমি ওর ফোন নম্বরও ব্লক করে দিই। ১০ জুন সুশান্ত আমার ভাই শৌভিককে মেসেজ করে আমার খবর নেয়। সেই শেষ। তারপর আর যোগাযোগ হয়নি। এরপর ১৪ জুন দুপুরবেলা আমার এক বন্ধুর ফোন থেকে সুশান্তর খবর জানতে পারি। প্রথমে ভেবেছিলাম গসিপ, মিথ্যা খবর। পরে দেখি দুঃসংবাদটা সত্যি। আমি নিজেও জানি না, ১৪ তারিখ ঠিক কী হয়েছিল? মাত্র এই কদিনে এমন কী হল? এটা খুন না আত্মহত্যা? সত্যিটা আমিও জানতে চাই।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...