নিউজিল্যান্ডে বিরলতম শাস্তি দেওয়া হলো ক্রাইস্টচার্চে জোড়া মসজিদে হামলাকারীকে

এই প্রথমবারের মতো নিউজিল্যান্ডে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হলো। হামলাকারী ব্রেন্টন টারান্টকে আমৃত্যু কারাগারে থাকতে হবে। ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান বলেছেন, সুযোগ পেলে আরও খুন করতাম । যার বিরুদ্ধে ৫১ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে, তিনি আরও ৪০ জনকে হত্যার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগও দায়ের করা হয়েছে।
রায় ঘোষণার সময় বিচারক মন্তব্য করেন যে, ব্রেন্টন টারান্ট পরিকল্পিতভাবে দু’টি মসজিদে হামলা করেন এবং তিনি তার কৃতকর্মের জন্য লজ্জিত নন।
প্রসঙ্গত,গত বছরের ১৫ই মার্চ ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুক নিয়ে গুলি করতে শুরু করে ওই হামলাকারী।
গুলি করার দৃশ্য সে সরাসরি অনলাইনে সম্প্রচার করে।
ব্রেন্টন টারান্টের বিচারের শুনানি চারদিন ধরে চলেছে এবং এই সময়ে ৬০ জনের বেশি ভুক্তভোগীর বিবৃতি শুনেছেন আদালত।
বিবৃতির শেষদিনে আদালতে কোরান থেকে পাঠ করা হয় এবং ভুক্তভোগীদের মারা যাওয়া পরিবারের সদস্যদের ছবি দেখানো হয়।
বৃহস্পতিবারের সাজা শোনানোর আগে বন্দুকধারী ব্রেন্টন টারান্ট আদালতে কোনও কথা বলেননি।

Previous articleবাবার হাতে গুলিবিদ্ধ ছেলে, চাঞ্চল্য কোচবিহারে
Next articleবাঁকুড়ায় বড় ভাঙন গেরুয়া শিবিরে, বিজেপি ছেড়ে তৃণমূলে “ঘর ওয়াপসি” বিধায়কের