‘ম্যায় হুঁ না’–র পাল্টা রাজ্যপালের ‘ম্যায় ভি হুঁ না’

তৃণমূলের টুইটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ছবিতে লেখা ‘ম্যায় হুঁ না’–র পাল্টা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । শনিবার রাজ্যপাল টুইটে মুখ্যমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, ‘‌ম্যায় হুঁ না–র প্রতিক্রিয়ায় আমি লিখলাম ‘ম্যায় ভি হুঁ না’‌। এর পরই তিনি জনকল্যাণে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন । রাজ্যপাল লিখেছেন, ‘‌সংবিধানের প্রকৃত ভাবধারায় আমরা উভয়ই সাংবিধানিক কর্মী হিসেবে রাজ্যের উন্নতির জন্য কাজ করব। আর চেষ্টা করব জনগণের দুর্ভোগ দুর্দশা প্রশমন করতে।’‌
২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের ভার্চুয়াল সভা শেষে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ম্যায় হুঁ না’। আর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ ২৮ জুলাইয়ের আগের দিন বৃহস্পতিবার রাতে বলিউডি সেই সংলাপ তুলে ধরে জননেত্রীর একটি ছবি টুইট করা হয় তৃণমূলের পক্ষ থেকে। ছবিটির ওপরই রোমান হরফে লেখা ছির ‘ম্যায় হুঁ না’।


তবে এরও যে প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল তা নিয়ে ইতিমধ্যে সাড়া পড়েছে সোশ্যাল মিডিয়ায় ।

 

Previous articleবিরল রোগের চিকিৎসায় পাশে নেই সরকার, রোগীর পাশে ওষুধ প্রস্তুতকারী সংস্থা
Next articleএবার বারাসত গভর্নমেন্ট কলেজের মেরিট লিস্টে সানি লিওনির নাম!