Friday, November 14, 2025

মহামারি আবহে পরীক্ষার ক্ষেত্রে নয়া ভাবনা শিক্ষা মহলের

Date:

মহামারি আবহে পাল্টে গিয়েছে সারা বিশ্বের পরিস্থিতি। বদলেছে পঠনপাঠনের ধরনও। এরই মধ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়কে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে চিন্তিত রাজ্য সরকার। পড়ুয়াদের সুরক্ষা এবং শীর্ষ আদালতের নির্দেশ মেনে তাই ওপেন বুক এক্সাম পদ্ধতির কথা ভাবছে শিক্ষা মহলের একাংশ।

কী এই ‘ওপেন বুক এক্সাম’? এই পদ্ধতিতে প্রশ্ন ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। একই পদ্ধতি মেনে উত্তরপত্র মূল্যায়নের জন্য কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠাবে পরীক্ষার্থী। বই দেখে বা অন্যের সাহায্য নিয়ে উত্তর লেখা যায় এই পদ্ধতিতে। সবটা জেনেই এই পদ্ধতি আগেও বেছে নিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয় কম নম্বরের মূল্যায়নের জন্য এই ‘ওপেন বুক সিস্টেম’ বা ‘ওপেন বুক এক্সাম’ পদ্ধতি গ্রহণ করে।

অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভানেত্রী কৃষ্ণকলি বসু বলেন, ” পরীক্ষা সংক্রান্ত ইউজিসির যে গাইডলাইন আছে তা পর্যালোচনা করছি আমরা। রাজ্য সরকারকে প্রস্তাব দেব যাতে ওপেন বুক সিস্টেমের কথা ইউজিসিকে জানানো হয়। এই পদ্ধতিতে ছাত্র-ছাত্রীরা সুরক্ষিত থাকবে। কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে এই পদ্ধতি গ্রহণ করা যেতে পারে।”

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version