মহামারি আবহে জয়েন্ট এন্ট্রান্স এবং নিট স্থগিতের আর্জি জানিয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই আর্জি খারিজ করে দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল।

বর্তমান পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্স এবং নিট স্থগিতের আবেদন জানিয়েছে একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গ-সহ অ-বিজেপি শাসিত ৭ রাজ্য পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়েছ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। ওই একই পথে হাঁটে কেজরিওয়াল সরকার। লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালকে দিল্লিতে জয়েন্ট এন্ট্রান্স এবং নিট স্থগিত রাখার আর্জি জানিয়ে একটি প্রস্তাব পাঠায় রাজ্য সরকার। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দিলেন না অনিল বৈজাল।
