বাড়িতে পোষ্য নির্বাচনের ক্ষেত্রে দেশীয় প্রজাতির উপর গুরুত্ব দেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে এই বার্তা দেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, “দেশের বহু সুরক্ষা কুকুর নিজেদের জীবন উৎসর্গ করেছে। দেশীয় প্রজাতির কুকুরকে সুরক্ষা বাহিনীতে নিযুক্ত করা হচ্ছে। দেশীয় প্রজাতির কুকুররা যথেষ্ট বুদ্ধিমান হয়। ওদের আরও বেশি কাজে লাগাতে হবে।” তিনি জানান, স্বাধীনতা দিবসে বিদা এবং সোফিকে সম্মানিত করা হয়েছে।
