মন কি বাত অনুষ্ঠানে কী বললেন প্রধানমন্ত্রী

  • সাধারণ মানুষ নিজেদের কাজ করছেন
  • গণেশ উৎসব অনলাইনে হয়েছে
  • বিহারে ৬০ ঘণ্টা লকডাউন পালন করছে বহু বছর ধরে
  • এই সময় কেউ ঘর থেকে বেরোয় না
  • আদিবাসী ভাই বোনরা এই সময় নিজেদের মধ্যে উৎসব পালন করে
  • ওনাম পালন করা হয়
  • ওনাম উৎসব সারাবিশ্বে পালন করা হয়। আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে।
  • কৃষকদের শক্তিতে আমাদের সমাজ চলে
  • কৃষকরা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে নিজেদের শক্তি দেখিয়েছে
  • এবছর ফলন গত বছরের তুলনায় ৭ শতাংশ বেশি হয়েছে
  • এর জন্য দেশের কৃষকদের অভিনন্দন জানাই
  • ভারতের শিশুদের কীভাবে নতুন খেলনা দেব এই নিয়ে ভাবনা শুরু করেছে কেন্দ্র
  • খেলনা মন ভালো করে এবং আকাঙ্ক্ষা তৈরি করে
  • রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ঘরের বিভিন্ন জিনিস নিয়ে বন্ধুদের সঙ্গে খেলেছেন
  • যে শিশুরা আগে খেলায় ডুবে যেত, তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো খেলনা।
  • খেলনা উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত ভেদাভেদ তৈরি করল
  • রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, খেলনা এমন হওয়া উচিত যাতে শিশুর মন বিকাশ হয়
  •  স্থানীয় খেলনার বহু কেন্দ্র আছে দেশে।
  • গ্লোবাল টয় ইন্ডাস্ট্রি র মধ্যে ভারতের অনেক কম
  • বড় এবং ছোট উদ্যোগে খেলনার ইন্ডাস্ট্রি বড় করতে হবে
  • খেলার সঙ্গে গৌরব অতীত প্রতিষ্ঠান করতে পারি
  • আসুন একসঙ্গে খেলনার মাধ্যমে লোকালকে ভোকাল করি
  • স্মার্টফোনের যত গেম হয়, তার বিদেশি গেম বেশি
  • দেশের যুবদের বলছি, ভারতের বিভিন্ন বিষয় নিয়ে গেম বানান
  • অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজী বলেন, দেশবাসীর মধ্যে আত্মসম্মান গড়ে তোলার প্রক্রিয়া
  • প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর হতে হবে
  • ভারতীয়দের নতুন জিনিস উদ্ভাবনের কদর সবাই করে
  • আত্মনির্ভর ভারতের নতুন অ্যাপ তৈরি করেছে
  • এর মধ্যে আছে ‘কতুটি’ কিডস লার্নিং অ্যাপ
  • স্টেপস সেট গো, কু, চিঙ্গারি মতো নতুন অ্যাপ তৈরি করা হয়েছে
  • আপনিও নতুন কিছু তৈরি করুন সেটাকে বাস্তবায়িত করুন
  • তাতে সারা দুনিয়ায় ভারতের নতুন পরিচিতি তৈরি হবে
  • ভারতের এখন যে বড় বড় কোম্পানি আছে তারাও কখনো স্টার্টআপ ছিল
  • সারা দেশে সেপ্টেম্বর মাস জুড়ে পুষ্টি মাস পালন করা হবে
  • পুষ্টির মাধ্যমে মানসিক এবং বুদ্ধি বিকাশ হয়
  • শিশুদের পাশাপাশি মায়ের পুষ্টি দরকার
  • পুষ্টির আন্দোলনে অংশগ্রহণ করতে হবে
  • শিশুদের জন্য প্রতিযোগিতা হোক, পুষ্টির জন্য মনিটর হোক
  • ফুড এন্ড নিউট্রেশন সপ্তাহ পালন করা হবে
  • স্ট্যাচু অফ ইউনিটির পাশে নিউট্রিশন পার্ক তৈরি করা হয়েছে
  • সোফি এবং বদিকে সম্মানিত করা হবে।
  • ওদের মতো অনেক সারমেয় দেশের জন্য প্রাণ বলি দিয়েছে
  • সারমেয়র ডিজাস্টার ম্যানেজমেন্ট বড় ভূমিকা থাকে
  • ভারতীয় সারমেয়রা অত্যন্ত বুদ্ধিমান হয়
  • এদেরকেও সেনা, পুলিশের সঙ্গে কাজে লাগানো হচ্ছে
  • বাড়িতে কুকুর কিনলে ভারতীয় কুকুর কিনুন
  • আর কিছুদিন পর আমরা শিক্ষক দিবস পালন করব
  • ভাইরাস কালে শিক্ষকদের জীবনে পরিবর্তন এসেছে
  • শিক্ষকরা নতুন জিনিসকে স্বাগত জানিয়েছেন
  • ভারতীয় শিক্ষানীতি ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করবে শিক্ষকরা
  • ২০২২ সালে ৭৫ তম স্বাধীনতা দিবস
  • স্বাধীনতা সংগ্রাম, সংগ্রামীদের নাম শিক্ষকদের জানাতে হবে ছাত্রদের
  • কবিতা লেখা, রিসার্চ বা কোনও জায়গায় নিয়ে যাওয়ার মাধ্যমে পরিচিত করতে হবে।
  • ভাইরাস তখনই যাবে যখন আপনি সচেতন হবেন

Previous articleদুষ্কৃতীদের “স্বর্গরাজ্য” ভাটপাড়ায় এবার কিশোরের মাথায় গুলি, এলাকায় ব্যাপক উত্তেজনা
Next articleভার্চুয়াল মাধ্যমে জাতীয় ক্রীড়া সম্মান প্রদান