সিপিআইএম বেলঘড়িয়া এরিয়া কমিটির পক্ষ থেকে গড়ে তোলা হয়েছিল বিশু দাস শ্রমজীবী ক্যান্টিন। রবিবার, সেই ক্যান্টিনের ৫৫ দিনে উপস্থিত হন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

ছিলেন সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য পলাশ দাশ, সিটু নেতা সুভাষ মুখোপাধ্যায়।
প্রত্যেকদিন এই ক্যান্টিন থেকে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়েপড়া যে মানুষরা খাবার সংগ্রহ করেন, তাকদের হাতে এদিন খাবারের প্যাকেট তুলে দেন সূর্যকান্ত মিশ্র। কীভাবে ক্যান্টিনের কাজ চলছে সেই জায়গা ঘুরে দেখেন সিপিআইএমের রাজ্য সম্পাদক।

এদিন, কমপক্ষে ১০০ জন অ্যাম্বুল্যান্স চালককে পিপিই কিট দেওয়া দেন সূর্যকান্ত মিশ্র। পাশাপাশি, গণশক্তি পত্রিকা তহবিলে দেওয়ার জন্য কুড়ি হাজার টাকা দেওয়া হয় সূর্যকান্ত মিশ্রর হাতে।
