Thursday, August 21, 2025

BREAKING : JEE পরীক্ষার্থীদের পাশে রাজ্য, বাস-ট্যাক্সি-অটো চালানোর কড়া নির্দেশ

Date:

Share post:

করোনা মহামারি আবহের মধ্যে পরীক্ষার দিনক্ষণ নিয়ে বিতর্ক থাকলেও বা আপত্তি থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সূচি মেনেই শুরু হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষা। রাত পোহালেই দেশজুড়ে প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী সর্বভারতীয় প্রতিযোগিতামূলক এই প্রবেশিকা পরীক্ষায় অংশ নেবে। এরপর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ শুরু নিট পরীক্ষা।

আর পরীক্ষার্থীদের যাতে কোনওরকম সমস্যা বা অসুবিধা না হয়, তার জন্য তৎপর হয়েছে রাজ্য সরকার। JEE নিয়ে পরীক্ষার জন্য আগামিকাল ১ সেপ্টেম্বর রাস্তায় যাতে সব ধরনের বাস চলে, সেই নির্দেশ দেওয়া হল নবান্নের তরফে। এক বিজ্ঞপ্তি জারি করে সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যে সাড়ে ৭টা পর্যন্ত, ১২ ঘন্টা সব বাস চলার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

এই মুহূর্তে সরকারি-বেসরকারি মিলিয়ে রাস্তায় প্রায় ৩ হাজার বাস চলে শহরে। পরীক্ষার্থীদের স্বার্থে সমস্ত সংগঠনগুলোকেই বাস নামাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে শহরের সবকটি রুটে অটো ও ট্যাক্সি চালাতেও নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা শহরের পাশাপাশি জেলাগুলিতেও একই নির্দেশ দিয়েছে নবান্ন।

প্রসঙ্গত, এর আগে নিজেদের রাজ্যের JEE এবং NEET পরীক্ষার্থীদের সাহায্য করুন মুখ্যমন্ত্রীরা। নিজের টুইটার হ্যান্ডেলে এমনই আর্জি জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

এক টুইট বার্তায় তিনি লেখেন, “আমি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন করছি, এই কঠিন পরিস্থিতিতে NEET-JEE পরীক্ষার্থীদের আপনারা সাহায্য করুন। এবং প্রয়োজন অনুসারে সঠিক ব্যবস্থা গ্রহণ করুন। খেয়াল রাখবেন, তারা যেন পরীক্ষা দিতে গিয়ে কোনওভাবে সমস্যায় না পড়ে।”

উল্লেখ্য, NEET-JEE নিয়ে ইতিমধ্যেই সারা দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে বিশেষ করে অবিজেপি রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের সংঘাত তুঙ্গে। কেন্দ্রের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।করোনা পরিস্থিতে সেপ্টেম্বরে এ রাজ্যে কোনও পরীক্ষা সম্ভব নয় বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু অবশেষে সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাতে এবং সমস্ত পরীক্ষার্থীদের স্বার্থে রাজ্য সরকার তৎপর হল।

আরও পড়ুন : সেপ্টেম্বরে ঘোষিত লকডাউন পালন হবে রাজ্যে, বিজ্ঞপ্তি জারি নবান্নের

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...