প্যাংগং লেকের পাড় ধরে ৫০০ লালফৌজ ভারতে অনুপ্রবেশের ছক কষেছিল!

ফের রাতের অন্ধকারে চিন ৫০০ সেনা নিয়ে ভারতের প্যাংগং এলাকা দখলের লক্ষ্যে এগোতে থাকে বলে ভারতীয় সেনা জানিয়েছে। গত ২৯-৩০ অগাস্ট এই চেষ্টা চালায় লালফৌজ। এর দিন কয়েক আগে জুই দেশের সেনার সঙ্গে সংঘর্ষ নিয়ে যে মধ্যস্থতার চুক্তি হয়েছিল, সেই শর্ত ও চুক্তিও এর ফলে লঙ্ঘন করেছে চিন। স্বাভাবিকভাবেই এই হামলা মেনে নেয়নি ভারত। চিনের যুক্তি, তাদের সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার হয়নি।’ ভারতের বক্তব্যকে নস্যাৎ করতেই চিনের এই যুক্তি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ।
আসলে বেজিংয়ের এই দ্বিচারিতা দেখতে অভ্যস্ত ভারত। তাই চিনের এই মিথ্যাচারের কড়া জবাব দিয়েছে ভারত।
লাদাখ ঘিরে চিনের একের পর এক মিথ্যাচার যে সংঘর্ষকে দীর্ঘস্থায়ী করবে তা আঁচ করেই প্রস্তুত ছিল ভারতীয় সেনা। সেই কারণেই মাস চারেকের রেশন মজুতের পাশাপাশি, যোগ্য জবাব দেওয়ার জন্য অত্যাধুনিক অস্ত্র চিন সীমানায় মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী।
সেনা সূত্রে জানা গিয়েছে, চিন প্যাংগং লেকের পাড় ধরে গত দুদিন ধরে সেনা মজুত করতে থাকে। আর এভাবেই পূর্বা লাদাখে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করে। প্রায় ৫০০ ট্রুপ লালফৌজের এই অনুপ্রবেশের চেষ্টা মাঠে মারা গিয়েছে ভারতীয় সেনার তৎপরতায়।

Previous articleনৌকা করে ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে দাগী চোর
Next articleরাজাজি মার্গের বাসভবনে দু’ ঘণ্টা থাকবে প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ, দুপুর ২টোয় শেষকৃত্য