Tuesday, August 26, 2025

সুশান্তকাণ্ডে মাদক যোগের তদন্ত তত্ত্বাবধানে এবার মুম্বই যাচ্ছেন রাকেশ আস্থানা

Date:

সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্য ক্রমেই জটিল হচ্ছে। সব ছাপিয়ে এখন মাদক যোগই বড় হয়ে উঠছে বলে খবর। বলিউডের বহু প্রভাবশালীর নামও এই সূত্রে শোনা যাচ্ছে। মাদক যোগ সরেজমিনে খতিয়ে দেখতে এবার মুম্বই যাচ্ছেন খোদ নারকোটিক কন্ট্রোল ব্যুরোর ডিজি রাকেশ আস্থানা। সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর আস্থানা এখন একইসঙ্গে বিএসএফ ও এনসিবির ডিজি। আগামী রবিবার তিনি মুম্বই যেতে পারেন মাদক তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে।

এদিকে সুশান্তের বান্ধবী রিয়ার বক্তব্য, অভিনেতা নিয়মিত মারজুয়ানা নিতেন। তবে তিনি সুশান্তর ড্রাগ ব্যবহারের অভ্যাস বন্ধের চেষ্টা করে গিয়েছেন। রিয়ার আরও দাবি, তিনি নিজে কোনওদিন ড্রাগ ব্যবহার করেননি। যদিও রিয়ার সব বক্তব্য বিনা তদন্তে মানতে নারাজ নারকোটিক কন্ট্রোল ব্যুরো। সিবিআই, ইডির পাশাপাশি সুশান্তকাণ্ডে এনসিবির তদন্তও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যেই রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি, স্যামুয়েল মিরান্ডার মাদক সংক্রান্ত কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ করছেন এনসিবির তদন্তকারীরা। মুম্বইয়ের দুই মাদক পাচারকারী এখন এনসিবির জালে। তার মধ্যে একজন শৌভিকের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছে। একইসঙ্গে মাদক যোগে বলিউডের বহু নামজাদা শিল্পী, সুপারস্টার, ডিরেক্টর, প্রোডিউসারের নাম উঠে আসায় তদন্তের পরিধি আরও বাড়ার সম্ভাবনা। এছাড়া গোয়ার যে হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ উঠেছে সেই গৌরব আরিয়াকে পরপর দুদিন টানা জেরা চালিয়েছে ইডি। গৌরবকে তিনি চিনতেন বলে স্বীকার করেছেন রিয়া। গৌরব রিয়াকে কোনও মাদক সরবরাহ করেছিলেন কিনা, জেরায় তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন- ‌ “দোষী সাজানো হচ্ছে রিয়াকে?” অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে প্রশ্ন স্বরার

 

Related articles

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...
Exit mobile version