দেশজুড়ে আরও স্পেশাল ট্রেন চালাবে রেল! বাংলার ভাগ্যে কী আছে জানেন?

করোনা আবহের মধ্যে লকডাউন পর্বেই দেশজুড়ে ছুটছে ২৩০টি স্পেশাল ট্রেন। এগুলি আগের মতো চলবেই, তারসঙ্গে আরও ১২০টি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেলমন্ত্রক। জানা চাচ্ছে, নতুন এই প্রস্তাবের মধ্যে রয়েছে এ রাজ্যের জন্য হাওড়া-তিরুচিরাপল্লী ও হাওড়া-ইন্দোর ট্রেন। আনলক-ফেজ ফোর শুরু হওয়ার পর এমন সিদ্ধান্ত নিতে চলেছে রেলমন্ত্রক।

রেলবোর্ড সূত্রে খবর, স্পেশাল ট্রেন চালানোর ব্যাপারে রাজ্যগুলির সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরেছে রেল কর্তৃপক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে গ্রিন সিগনাল পেলেই প্রথমে ১০০টি ট্রেন চালানো হবে। পরে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। ট্রেনগুলি চলবে বিভিন্ন রাজ্য ও রাজ্যের অভন্তরে।

আরও পড়ুন- প্রত্যহ ১২টি ট্রেন, ছুটির দিনে বন্ধ! শর্তসাপেক্ষে ৮ই থেকে ছুটবে কলকাতা মেট্রো

Previous articleপ্রত্যহ ১২টি ট্রেন, ছুটির দিনে বন্ধ! শর্তসাপেক্ষে ৮ই থেকে ছুটবে কলকাতা মেট্রো
Next articleBreaking: মমতার আর্জি মানলেন মুকেশ, ইস্টবেঙ্গল আইএসএলে?