Big Breaking: পাবজি-সহ আরও ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত

পাবজি-সহ আরও ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত।
তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। আজকের ঘোষণা প্রথম দফার দ্বিগুণ। এ বারের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য পাবজি। চিনের এই গেমিং অ্যাপও এ বার থেকে আর খেলা যাবে না ভারতে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই সব অ্যাপ এমন কাজকর্মে লিপ্ত, যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্ত এবং জনস্বার্থের পরিপন্থী।