মাহিভাই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রীনিবাসন পিতৃতুল্য। এভাবেই সিএসকে শিবিরে ফেরার ইঙ্গিত দিলেন সুরেশ রায়না।
তিনি আরও বলেছেন, ‘আমি কোয়ারেন্টিনে থাকলেও, অনুশীলন চালিয়ে যাচ্ছি। আমাকে আবার হয়তো সিএসকে শিবিরে দেখা যেতে পারে।’
অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক। সেই কথা উল্লেখ করে রায়নার বক্তব্য , তিনি ফের দলের সঙ্গে যোগ দিতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, চেন্নাইয়ের হয়ে আরও ৪-৫ বছর খেলতে চান।
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রায়না বলেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত আমার ব্যক্তিগত ছিল। আমার পরিবারের জন্য ফিরে আসতে হয়েছে। বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, আমাকে সেই মুহূর্তেই ফিরে আসতে হত। তবে সিএসকে-ও আমার পরিবার।
