দীর্ঘ ২৫ কিমি পাথরের রাস্তা মরদেহ কাঁধে নিয়ে বাড়ি পৌঁছে দিল ভারতীয় সেনাবাহিনী

মরদেহ কাঁধে নিয়ে দীর্ঘ ২৫ কিমি পাথরের রাস্তা অতিক্রম করে বাড়ি পৌঁছে দিল ভারতীয় সেনাবাহিনী। এই ঘটনা সামনে আসতেই সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছে দেশবাসী।
উত্তরপ্রদেশের পিথোরাগর জেলার স্যুনি গ্রামে এক ৩০ বছরের তরুণের মৃত্যু হয়৷ খবর আসে আটিবিপির ১৪ বাহিনীর কাছে৷ খবর পাওয়া মাত্রই ওই জায়গায় পৌঁছায় বাহিনী৷ তবে প্রচন্ড বৃষ্টির ফলে সব রাস্তায় যান চলাচল বন্ধ ছিল৷ পরিস্থিতি বুঝে জাওয়ানরা সিদ্ধান্ত নেন স্ট্রেচারে করে ওই তরুণের দেহ বয়ে নিয়ে যাবেন তাঁরা৷ স্থানীয়দের সাহায্যে
৩০ অগস্ট দুপুরের আগে শুরু করেন তারা । সেই দিনই রাত ন’টার সময় তাদের যাত্রা শেষ হয়। মোট ৮ সেনা দেহটি নিয়ে প্রথমে যান চলাচল করে এমন রাস্তায় পর্যন্ত পৌঁছান৷ তারপরে নিহতের স্বজনদের কাছে নিয়ে যাযন। নিহতের শেষকৃত্য হয় মৃতের গ্রাম বঙ্গপানীতে।