পূর্ব লাদাখের পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই গেলেন সেনাপ্রধান

গত শনিবার রাতের অন্ধকারে চিনা সেনার এলএসি লঙ্ঘনের ছক সমূলে বানচাল করে দিয়েছে ভারতীয় সেনা। পূর্ব লাদাখে প্যাংগং সো-র দক্ষিণে ঢোকার চিনা বজ্জাতিও রুখে দেওয়া গিয়েছে। এরপর ওই অঞ্চলে সেনা মোতায়েন সহ একাধিক কৌশল নিয়ে আলোচনার জন্য দুদিনের লাদাখ সফরে গেলেন ভারতীয় সেনাপ্রধান এম নারভানে। বৃহস্পতিবারই লাদাখ পৌঁছেছেন তিনি। গত শনি ও রবি দু’দফায় চিনের লাল ফৌজের আগ্রাসন তথা স্থিতাবস্থা লঙ্ঘনের চেষ্টা বানচাল করার পুরো প্রক্রিয়া সেনাপ্রধানকে বিস্তারিত জানাবেন শীর্ষস্থানীয় কমান্ডাররা। সূত্রের খবর, চিনা সেনাদের হঠিয়ে দেওয়া সেনা আধিকারিক ও জওয়ানদের সঙ্গে দেখা করতে পারেন নারভানে। আগামী দিনগুলোয় পূর্ব লাদাখে চিনা কৌশলের সামনে ভারতের পাল্টা কৌশল কী হবে তা নিয়ে কথা বলবেন সেনাপ্রধান।

চুশুলে ভারত- চিন কম্যান্ডার পর্যায়ের বৈঠকে প্যাংগং সো অঞ্চলে স্থিতাবস্থা বজায় রাখতে দফায় দফায় আলোচনা হলেও চিন নিজেদের প্রতিশ্রুতি লঙ্ঘন করছে বারবার। ফলে চিনের কথায় ভরসা না করে সীমান্তে সর্বোচ্চ সতর্কতামূলক নজরদারি বহাল রাখছে ভারত। পূর্ব লাদাখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উঁচু এলাকা বা হিল টপ অঞ্চল দখলে চিনা সেনাবাহিনী চোরাগোপ্তা চেষ্টা চালালেও ভারতীয় সেনাদের সক্রিয়তায় তা ব্যর্থ হয়েছে।

 

Previous articleগুরুগ্রামে আত্মঘাতী বাঙালি চিকিৎসক  
Next articleস্বাস্থ্যবিধি মেনে কীভাবে চলবে মেট্রো, সিদ্ধান্ত নিতে ফের বৈঠক শুক্রবার