বাংলাদেশের এক মসজিদে প্রবল বিস্ফোরণে প্রায় অর্ধ শতাধিক মানুষ আহত। ধোঁয়া, পোড়া গন্ধ ও আহত মানুষের আর্তনাদ ছড়িয়ে পড়েছে চারদিকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মসজিদের কয়েকটি এসিতে বিস্ফোরণ হয়েছে। জখম হয়েছেন মসজিদে নমাজে আসা বহু মানুষ। অন্তত ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সম্ভাবনা বাড়ছে। বিস্ফোরণের ঘটনাস্থল বাংলাদেশের নারায়ণগঞ্জ। শুক্রবার রাতে স্থানীয় বাইতুস সালাম জামে মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যেই ৫০ এর বেশি মানুষকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

আরও পড়ুন- ক্ষতিগ্রস্ত সিঙ্গল স্ক্রিন সিনেমা হল মালিকদের পাশে রাজ্য সরকার

