Monday, August 25, 2025

BREAKING: আইপিএল খেলবেন না হরভজন সিং

Date:

Share post:

মরু শহরে আইপিএল বিপর্যয় অব্যাহত। চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার সুরেশ রায়নার পর এবার আইপিএল থেকে সরে দাঁড়ালেন অফ স্পিনার হরভজন সিং। রায়নার মতোই তিনিও না খেলার কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ দর্শিয়েছেন।

এদিকে সূত্রের খবর, ইতিমধ্যে এবিষয়ে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে বিস্তারিত জানিয়েও দিয়েছেন ভাজ্জি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, দলের বাকিরা দুবাই চলে গেলেও এখনও দেশেই রয়েছেন হরভজন। প্রথমে সুরেশ রায়নার দেশে ফেরা, তারপর দলের দুই ক্রিকেটার সহ ১৩ জনের করোনা পজিটিভ হওয়া এবং এখন হরভজনের সরে দাঁড়ানোর জেরে আরও চাপে পড়ে গেল সিএসকে।

অন্যদিকে, আইপিএল না খেলে কেন রায়না দেশে ফিরে এসেছেন তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল৷ প্রথমে শোনা গিয়েছিল সিএসকে দলের কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হওয়াতেই দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না৷ পরে শোনা যায়, পাঞ্জাবে তাঁর কাকা খুন হওয়ার জেরেই তিনি দেশে ফিরেছেন৷ সবশেষে এমন খবরও ছড়িয়ে পড়ে, হোটেলের ঘর পছন্দ না হওয়াতেই টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিবাদের জেরেই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রায়না৷ কারণ, তিনি নাকি ধোনি যেমন ঘর পেয়েছেন, সেরকম ঘরেরই দাবি করেছিলেন, যা মানতে চায়নি টিম ম্যানেজমেন্ট৷

অবশেষে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়ে দেশে ফেরার কারণ নিয়ে মুখ খুলেছেন রায়না৷ তাঁর দাবি, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছেন তিনি৷ বাড়িতে এমন একটি জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল যে না ফিরে উপায় ছিল না তাঁর৷

রায়না বলেছেন, “একটা ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমার পরিবারের জন্যই আমি ফিরে এসেছি৷ বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে দেরি করার মতো সময় ছিল না।” সিএসকে যে দশটি মরশুম আইপিএল-এ খেলেছে, প্রত্যেকবার দলের অংশ ছিলেন রায়না৷ তিনি জানিয়েছেন, আরও চার থেকে পাঁচ বছর আইপিএল খেলতে চান তিনি৷ তাই এবার আইপিএল না খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন ছিল৷

টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধের খবরও উড়িয়ে দিয়েছেন বাঁ হাতি ব্যাটসম্যান৷ তিনি বলেছেন, “সিএসকে আমার পরিবারের মতো আর মাহি ভাইও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ৷ ফলে এই সিদ্ধান্তটা নেওয়া খুব কঠিন ছিল৷ তবে সিএসকে এবং আমার মধ্যে কোনও সমস্যা নেই৷” আইপিএল না খেলা নিয়ে রায়না আরও বলেছেন, “কেউ সাড়ে ১২ কোটি টাকা প্রত্যাখ্যান করে ফিরে আসবে না যদি না সেরকম গুরুতর কোনও সমস্যা না হয়ে থাকে৷ আমি এখনও যথেষ্ট তরুণ এবং আরও চার- পাঁচ বছর আইপিএল খেলতে চাই৷”

তবে দলের মধ্যে করোনা সংক্রমণ ছড়ানোতেই তিনি ফিরে এসেছেন কি না, সেই জল্পনাও উস্কে দিয়েছেন রায়না৷ ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি বলেছেন, “আমার পরিবার আছে৷ আর আমার যাতে কিছু না হয়, সেই বিষয়টি আমাকেই নিশ্চিত করতে হবে৷ আমার কাছে আমার পরিবারই সবথেকে গুরুত্বপূর্ণ৷” এবার হরভজন সিং আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ হিসেবে কী বলেন, সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।

আরও পড়ুন : ইস্টবেঙ্গলের নতুন মুখ কিংবদন্তি ফুটবলার! বিদেশি কোচ খোঁজাও শুরু কর্তাদের

spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...