অরুণাচলপ্রদেশ থেকে পাঁচ ভারতীয়কে তুলে নিয়ে গিয়েছে চিনা সেনা! শনিবার রাজ্যের কংগ্রেস বিধায়ক নিনং এরিং-এর অভিযোগ ঘিরে তৈরি হয়েছে তুমুল চাঞ্চল্য। শনিবার কংগ্রেসের এই নেতা অভিযোগ করেছেন, অরুণাচলপ্রদেশের উত্তর সুবাসিরি জেলা থেকে পাঁচ স্থানীয় নাগরিককে অপহরণ করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি।

আরও পড়ুন : ভারত-চিন সীমান্ত সংঘাতে ফের মধ্যস্থতার বার্তা দিলেন ট্রাম্প

কংগ্রেস নেতা এদিন সকালে এক টুইটে পাঁচ ভারতীয়র অপহরণের খবর দিয়ে টুইট করেন। তাঁর এই অভিযোগ ঘিরে চিনের বিরুদ্ধে ব্যাপক জনরোষ ও চাঞ্চল্য তৈরি হয়েছে। লাদাখ সীমান্তে একদিকে যখন বেআইনি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে চিনের লাল ফৌজ, তখন চিনের সীমান্তঘেঁষা অরুণাচলপ্রদেশে চিনের বিরুদ্ধে এই বদমায়েশির অভিযোগ ওঠার পর পরিস্থিতি আরও ঘোরালো হবে সন্দেহ নেই।

আরও পড়ুন : শান্তির জন্য দরকার বিশ্বাসের সম্পর্ক, চিনকে বার্তা রাজনাথের