Wednesday, January 14, 2026

চার্জশিট থেকে ছাড় দিয়ে মুকুলের নেতৃত্বেই ভোট, আশাবাদী দিলীপবিরোধী শিবির

Date:

Share post:

মুকুল রায়ের হাতেই যাবতীয় ক্ষমতা দিয়ে বিধানসভা নির্বাচনে যাবে বিজেপি। এই নেতৃত্বের বিষয়ে আশাবাদী দিলীপ ঘোষের বিরোধী শিবির। গত দুদিন কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে কথা বলে এবং দিল্লির আনুষঙ্গিক বার্তায় তাঁদের ধারণা:
1) মুকুল রায়কে চিট ফাণ্ড কান্ডে চার্জশিট থেকে বাদ রাখা হচ্ছে। নারদাতেও তাঁকে চার্জশিট দেওয়া হবে না।

2) মুকুল রায়কে নির্বাচন কমিটির চেয়ারম্যান করেই ভোটে যাবে দল। কো চেয়ারম্যান হতে পারেন শোভন চট্টোপাধ্যায়।

3) বিজেপির সর্বভারতীয় সহসভাপতি পদ দেওয়া হবে মুকুলকে। দায়িত্বে পশ্চিমবঙ্গ। আগামী কিছুদিনের মধ্যেই এই কাজগুলি হবে।

এই শিবির বলছে, দিলীপ ঘোষ ও সুব্রত চট্টোপাধ্যায়কে দিল্লিতে ডাকা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাব বুঝিয়ে বলে দেওয়া হবে আবার। এরপরও যদি সমস্যা চলে তাহলে বড়সড় বদলের সম্ভাবনা।

এই খবর পুরোপুরি মুকুলপন্থী শিবিরের। এই শিবিরে একাধিক বড় নাম রয়েছে। এঁদের মতে অমিত শাহ অসুস্থ না হলে সব এখনই হয়ে যেত। অমিতের লক্ষ্য বাংলা। তিনি মুকুলের অভিজ্ঞতাকে ব্যবহার করতে চাইছেন।

বিজেপির অন্য শিবির, যারা দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত, তারা গোটা পরিস্থিতিতে নজর রাখছে। এই সূত্র বলছে, অন্যায়ভাবে চাপ তৈরি করা হলে দিলীপ ঘোষ ইস্তফা দিতে তৈরি। তিনি যতটা সম্ভব মানিয়ে চলছেন। কিন্তু এর বেশি চাপিয়ে দিলে পাল্টা পদক্ষেপ নেবেন।

এদিকে বিজেপির কমিটিগুলি নিয়েও জট কাটেনি। রাজ্য কমিটিতে কিছু বদল চান দিলীপবিরোধীরা। সৌমিত্র খানের যুব কমিটি নিয়েও বিতর্ক। একাধিক গুরুত্বপূর্ণ জেলা ঘোষণা করা যায়নি। এনিয়ে সাধারণ কর্মীদের মধ্যেও বিভ্রান্তি তুঙ্গে।

মুকুল এবং দিলীপের সম্পর্ক মুখে সৌজন্যের থাকলেও, তা কতটা আন্তরিক, তা নিয়ে প্রবল জল্পনা। দিলীপ ঘোষ জানেন কারা তাঁকে অপদস্থ করার চেষ্টা করে যাচ্ছে। আর মুকুল রায় নিজেকে গুটিয়ে রাখছেন এখনও। দিল্লি পদ ঘোষণা করার পর তিনি চালিয়ে খেলবেন। এখন দুএকটি কর্মসূচি ছাড়া বেরোচ্ছেন না। বাড়িতে বসেই অঙ্ক কষছেন।

বিজেপির দুই শিবিরই দিল্লির দিকে তাকিয়ে রয়েছে। ভোট লক্ষ্য করে তারা বঙ্গবিজেপিতে শিগগিরই বড় ঝাঁকুনি আনতে চলেছেন বলে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। এখন অমিত শাহ সুস্থ হয়ে বাড়ি ফেরায় এই চর্চা বেড়েছে।

আরও পড়ুনঃএকুশের ভোটের আগেই রাজ্যে ‘ওয়ার্ম আপ’ ম্যাচ! কণাদ দাশগুপ্তর কলম

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...