‘শরৎ বসুর স্বপ্ন’: জাতীয় বাংলা সম্মেলনের ‘বাংলা বেতার’-এ শ্রোতারা জানবেন এক অজানা ইতিহাস!

নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখতেন তিনি। পেশায়  ছিলেন ব্যারিস্টার।  ভারতের স্বাধীনতার জন্য লড়েছিলেন । তিনি হলেন নেতাজী সুভাষ চন্দ্র বসুর মেজ ভাই শরৎচন্দ্র বসু। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেন ও পরবর্তীতে একটি অবিভক্ত স্বাধীন বাংলা প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে কাজ করে গিয়েছেন। তিনি ভারতীয় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একজন নৈতিক সমর্থক ছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের হয়ে আদালতে বিনা পারিশ্রমিকে সওয়াল করতেন।

আরও পড়ুনঃরাজনীতির রং নয়, বাংলার ঐতিহ্য-সংস্কৃতি রক্ষায় লড়ছে ‘জাতীয় বাংলা সম্মেলন’

রবিবার ৬ সেপ্টেম্বর এই মহান বঙ্গসন্তানের ১৩১ তম জন্মবার্ষিকী। বাংলাকে নিয়ে কেমন স্বপ্ন দেখেছিলেন তিনি? জাতীয় বাংলা সম্মেলন তাদের অনলাইন রেডিও স্টেশন বাংলা বেতারের আয়োজিত অনুষ্ঠানে দেবে তারই উত্তর।

আরও পড়ুনঃবিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবি: মুখ্যমন্ত্রীকে ইমেল জাতীয় বাংলা সম্মেলনের

‘শরৎ বসুর স্বপ্ন ও আজকের পশ্চিম বাংলা’। ৬ সেপ্টেম্বর রবিবার ঠিক রাত ৯টায় বাংলা বেতারের সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।
এই অনুষ্ঠানের বিশেষ অতিথি :
শরৎচন্দ্র বসুর পৌত্র ইতিহাসবিদ সুগত বসু।

সঞ্চালনায় থাকছেন :
অনিকেত দে, ইতিহাসের গবেষক
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র

আরও পড়ুনঃপরীক্ষাকেন্দ্রে যেতে ২৫০০০! টাকা ফেরাতে জেইই-মেইন পরীক্ষার্থীদের পাশে ‘জাতীয় বাংলা সম্মেলন’

এই ফেসবুক পেজে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। 

এই প্রসঙ্গে জাতীয় বাংলা সম্মেলনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস বলেন, ” আমাদের সংগঠনের সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে তৈরি অনলাইন রেডিও স্টেশন ‘বাংলা বেতার’। রাজনৈতিক আলোচনা, শিক্ষামূলক বিষয় নিয়ে ভিন্ন ধরনের অনুষ্ঠান এই রেডিও স্টেশনে আমরা করে থাকি। আশা করি ‘শরৎ বসুর স্বপ্ন ও আজকের পশ্চিমবাংলা’ অনুষ্ঠানটিও শ্রোতাদের মন জয় করবে।”