Wednesday, December 3, 2025

সুশান্ত গেলেন, বিকাশ এলেন, সিপিএমের দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Date:

Share post:

শুক্রবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল। এক, দলের এক সময়ের বহু আলোচিত মন্ত্রী ও নেতা সুশান্ত ঘোষের দল থেকে তিন মাসের জন্য সাসপেনশন। এবং দুই, দলের রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসাবে ঢুকলেন আইনজীবী- সাংসদ বিকাশ ভট্টাচার্য। এবারের বৈঠক ছিল ভার্চুয়াল। কারণ, আগের মুখোমুখি বৈঠকের পর বেশ কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার জেরেই ফের ভার্চুয়াল যাত্রা।

সুশান্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি মিডিয়াতে লিখেছেন। আবার ‘বামফ্রন্টের শেষ দশ বছর’ বইতে রাজ্য নেতৃত্বের সমালোচনা করেছেন। এই দুইয়ের অপরাধে সাসপেনশন। আসলে সুশান্তের ছাঁটাই শুরু হয়েছিল আগেই। প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদকমণ্ডলী থেকে সরানোর পর ছিলেন পার্টির জেলা কমিটিতে। এবার পার্টির বাইরে।

সুশান্তর বইতে আসলে সিপিএমের একটি ‘মুখ-এর দিক প্রকাশ্যে এসে পড়েছে। কঙ্কাল কাণ্ডে জেল যাওয়ার পর এই উপলব্ধির কথা প্রকাশ্যে এনেছেন। একদিকে জেল যন্ত্রণা, অন্যদিকে দলের তরফে দীর্ঘদিনের উপেক্ষা। যাদের নিয়ে লড়াই, পুলিশি অত্যাচার, তাদের উপেক্ষায় অভিমানে সুশান্ত লিখেছেন। আক্রমণ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্র বিমান বসুকে। কিন্তু বিরুদ্ধ রাজনীতির স্রোতে গা ভাসাননি। তবে তাঁর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগও ছিল। দুই সদস্যের দলীয় কমিশনে ছিলেন রামচন্দ্র ডোম আর আভাস রায়চৌধুরী। জেলা সুশান্তকে আজীবন বহিষ্কার করার সুপারিশ করেছিল। কিন্তু তিনি বিরুদ্ধ রাজনীতির সঙ্গে হাত না মেলানোয় শাস্তি কম হয়।

এই বৈঠকে শেষ কথা সেই একই সুরে। বিজেপি-তৃণমূল দুই দলই গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রশ্নে ভয়াবহ। দুজনকেই পরাস্ত করতে হবে। যদিও সিপিএমের ছোট-বড়-মেজ সব নেতাই জানেন, জেতা তো দূরের কথা, জামানত জব্দ আটকাতে এখন কড়ি গোনা শুরু হয়েছে। রাজ্য কমিটির এক নেতা নাম প্রকাশ করতে না চেয়ে বলেন, আট মাস পরে এই কড়ি গোনা শেষ হবে। আর তারপর ঠাণ্ডা ঘরে অক্লান্ত বিশ্রামের পর্ব আসছে হয় তো!

আরও পড়ুন : বিধানসভা ভোটের আগে ফালাকাটা-হেমতাবাদ উপনির্বাচন তৃণমূল-বিজেপির অ্যাসিড টেস্ট

spot_img

Related articles

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...

রায়পুরে ঋতুর ক্যারিশমা, বিরাট ইনিংসে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

রায়পুরে রাজকীয় শতরান ঋতুরাজের (Rituraj Gaikwad),ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে অপ্রতিরোধ্য বিরাট (Virat Kohli)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে...

চালাকি করে SIR করেছে অমিত শাহ! তীব্র আক্রমণ মমতার, আশ্বাস দেন “বাংলা ডিটেনশন ক্যাম্প হবে না”

বাংলায় তাড়াহুড়ো করে এসআইআর (SIR) চালু করা হয়েছে। এর জন্য দায়ী অমিত শাহ (Amit Shah)। বুধবার, মালদহের গাজোলে...

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...