Thursday, December 25, 2025

আলোচনার আড়ালে সীমান্তে নির্মাণকাজ সেরে ফেলাই লক্ষ্য চিনের?

Date:

Share post:

ভারতের সঙ্গে সামরিক ও কূটনৈতিক আলোচনাকে ঢাল হিসাবে ব্যবহার করে সীমান্তে দ্রুত পরিকাঠামো নির্মাণ সেরে ফেলাই কি চিনের লক্ষ্য? সামরিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা তেমনই। তাঁদের মতে, চিন কথায় আর কাজে পুরো উল্টো। ওদের কথায় বিশ্বাস করলেই ঠকতে হবে। ভারতের একাধিক সামরিক বিশেষজ্ঞই মনে করেন, সেনা স্তরে এবং কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে যাওয়া আসলে চিনের কাছে সময় কেনার ঢাল। শান্তি আলোচনার আড়ালে সীমান্তের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে দ্রুত পরিকাঠামো নির্মাণ শেষ করে ফেলতে চাইছে চিন। যাতে বেজিংয়ের আগ্রাসী দখল নীতি কার্যকর করা মসৃণ হয় পিপলস লিবারেশন আর্মির পক্ষে। এজন্য একদিকে যখন আলোচনা চলছে, তখন অন্যদিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ঝড়ের গতিতে রাস্তা, রানওয়ে, সামরিক ছাউনি, বোল্ডার ফেলা ইত্যাদি কাজ হচ্ছে। উপগ্রহ চিত্রেই ধরা পড়ছে এসব সক্রিয়তা। আলোচনা ওদের কাছে আসলে সময় নষ্ট করার কৌশল।

আরও পড়ুন : লাদাখের পর অরুণাচলপ্রদেশে নজর চিনের, সংঘাতের উস্কানি দিতে ছক

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে চিন অন্তত তিনটি নতুন রানওয়ে তৈরি করছে বলে সামরিক সূত্রে খবর। চিনের হোটান বায়ুসেনা ঘাঁটির কাছে এই তিনটি রানওয়ে তৈরি করা হচ্ছে। সেখানে একটি বড় অস্ত্রশস্ত্রের ঘাঁটিও তৈরি করছে চিনা সেনা। কারাকোরাম গিরিপথ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত হোটান ঘাঁটি। সেখান থেকে লাদাখের প্যাংগং সো-র ফিঙ্গার ফোর এলাকার দূরত্ব ৩০০ কিলোমিটার। এক সেনা অফিসারের মন্তব্য, চিনের সঙ্গে সেনা ব্রিগেডিয়ার স্তরের আলোচনা কার্যত ব্যর্থ। দখল করা এলাকা ছাড়তে রাজি নয় লাল ফৌজ। উল্টে, অগাস্টের শেষে ভারতীয় সেনা যে এলাকা কবজা করেছে তা ছেড়ে যেতে চাপ দিচ্ছে চিন। আমাদের ধারণা, আলোচনার আড়ালে চিন আসলে দ্রুত নির্মাণকার্য চালাচ্ছে। আলোচনা হল ওদের কাছে সময় নষ্ট করার খেলা। সেনা সূত্রের খবর, উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে কমান্ডো বাহিনীর চারটি ইউনিট লাদাখে পাঠাচ্ছে ভারতীয় সেনা। তাদের মধ্যে প্যারা কমান্ডোর ইউনিটও রয়েছে।

আরও পড়ুন : এক ইঞ্চি জমি ছাড়ব না, চিনের হুঙ্কারের পর পাল্টা দিল ভারতও

spot_img

Related articles

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...

বিরাটের খেলা দেখতে গাছে দর্শক, রোহিতের প্রণাম ভক্তের

আন্তর্জাতিক ম্যাচ হোক ঘরোয়া ক্রিকেট, বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli -Rohit Sharma) যেখানেই খেলবেন জনপ্রিয়তার গ্রাফ থাকবে উপরের দিকে।...

প্রয়াত জঙ্গলমহলের ‘মাস্টারমশাই’ উপেন্দ্র কিস্কু

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা উপেন্দ্র কিস্কু (Upendra Kisku)। বুধবার রাতে বাঁকুড়ার (Bankura)...