সুশান্তের মৃত্যু রহস্য উদঘাটনে এবার ভিসেরা পরীক্ষা

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় নয়া মোড়। এইমসের ফরেনসিক বোর্ড গঠন। মুম্বয়ের কুপার হাসপাতালে সুশান্তের ভিসেরা পরীক্ষার জন্য। এই পরীক্ষার ফলাফল পাওয়া যাবে ১০ দিনের মধ্যে। (অধ্যাপক) ডাঃ সুধীর গুপ্ত, এইমসের ফরেনসিক বিভাগের প্রধান এবং সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় গঠিত মেডিকেল বোর্ডের চেয়ারম্যান।

সুশান্তের ভিসেরা পরীক্ষার জন্য ছয় সদস্যের একটি দল গঠন করা হয়েছে। এই দল সুশান্তের ভিসেরা পরীক্ষা করবে বলে জানা গিয়েছে। এই পরীক্ষার ফল মিলবে মাত্র ১০ দিনের মধ্যে। ভিসেরা পরীক্ষা হলে জানা যাবে, সুশান্তের পেটে কোনও বিষ ছিল নাকি।

আজও ডিআরডিও গেস্ট হাউজে সকাল সকাল পৌঁছে গিয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। এনসিবি সৌভিক ও রিয়াকে মুখোমুখি জেরা করতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- ফের এনসিবি জেরা রিয়ার, আজ কী হবে?

Previous articleব্রাজিলকে টপকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশ ভারত
Next articleকামারহাটি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বাড়ির মালিক