শহরে ফের আত্মহত্যার ঘটনা। এবার খোদ পুলিশ আবাসনেই আত্মঘাতী হলেন এক পুলিশকর্মী। ঘটনা বিধাননগর পুলিশ আবাসনের। এলাকায় চাঞ্চল্য।

আজ, সোমবার দুপুরে দক্ষিণ বিধাননগর পুলিশ আবাসনের মধ্যে নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার করা হয়। নাম নয়নতারা মণ্ডল। ওই পুলিশকর্মী বেনিয়াপুকুরের এএসআই ছিলেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিকতা অবসাদ থেকেই এই আত্মহত্যার।
