Sunday, May 4, 2025

মধ্যরাত থেকে হঠাৎ সীমান্ত পরিস্থিতি নিয়ে কাঁদুনি গাওয়া শুরু করল চিন! প্যাংগং সো সংলগ্ন এলাকা নিয়ে অভিযোগ তুলেছে চিনের লাল ফৌজ। সোমবার গভীর রাতে এই নিয়ে ফের উত্তপ্ত হল পরিস্থিতি। এবার চিনের সেনাবাহিনী দাবি করেছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি অতিক্রম করে চিনের সীমানায় ঢুকে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই বিষয়ে এখনও ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

চিনের জিনপিং সরকারের মুখপত্র ‘গ্লোবাল টাইমস’ সোমবার গভীর রাতে দাবি করেছে, শেনপাও পাহাড়ের কাছে প্যাংগং সো-র দক্ষিণ তীরে ভারতীয় সেনা ফের প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছে। লাল ফৌজের ওয়েস্ট থিয়েটার কম্যান্ডের মুখপাত্রকে উদ্ধৃত করেছে চিনের সরকারি সংবাদপত্র। শুধু তাই নয়, তাদের দাবি, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারত গুলিও চালিয়েছে। এই পরিস্থিতিতে চিন পাল্টা জবাব দিয়েছে বলেও দাবি তাদের। তবে সঠিক কী ঘটেছে, পাল্টা প্রতিক্রিয়াই বা কী, গোটা ঘটনায় এখন পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে তার বিস্তারিত বিবরণ ভারত বা চিন কোনও তরফেই এখনও পাওয়া যায়নি। তবে ভারতের সামরিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান, কোনও প্ররোচনা ছাড়া ভারত একতরফা সক্রিয়তা দেখিয়েছে বা গুলি ছুড়েছে এটা ঠিক বিশ্বাসযোগ্য নয়।

প্রসঙ্গত, গত মাসের শেষ থেকেই লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ অংশে নতুন করে সমস্যা শুরু হয়েছে। তবে সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতও। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্যাংগং লেকের উত্তরে ফিঙ্গার ৪-এর একটি গুরুত্বপূর্ণ এলাকাও দখল করে নেয় ভারতীয় সেনা। তাতে গাত্রদাহ বেড়েছে চিনের। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই অঞ্চলটি এখন ভারতের দখলে। দীর্ঘদিন ধরে ভারত সীমান্ত বিরোধে সহিষ্ণুতার নীতি নিয়ে চলেছে। কিন্তু চিনের বেআইনি আগ্রাসনের মুখে ভারতীয় সেনাও এখন প্রতি পদক্ষেপে পাল্টা দিতে ছাড়ছে না। আর এতেই অস্বস্তি ও উষ্মা বাড়ছে চিনের।

Related articles

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...
Exit mobile version