Monday, August 25, 2025

কর্মীদের বিক্ষোভের মুখে মঞ্চ ছেড়ে ‘পালালেন’ রেলমন্ত্রী

Date:

গিয়েছিলেন রেলের অনুষ্ঠানে। কিন্তু সেখানেই কর্মচারীদের বিক্ষোভের জেরে কার্যত পালিয়ে গেলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার, রাতে লখনউর রেলওয়ে স্টেডিয়াম চারবাগে রেলওয়ে মেনস ইউনিয়নে ৭০তম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত হন রেলমন্ত্রী। তিনি যখন বক্তৃতা দিচ্ছেন, তখনই মঞ্চের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল কর্মচারী। ‘রেলমন্ত্রী মুর্দাবাদ’ স্লোগানে শোরগোল পড়ে যায়।
পেনশন স্কিম, ন্যূনতম বেতনের হার, সাপ্তাহিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন দাবিতে সরব হন রেলকর্মীরা। উদ্যোক্তারা মাইক হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। শুধু তাই নয়, রীতিমতো মঞ্চে উঠে পীযূষ গোয়েলের সামনে গিয়ে তাঁরা প্রতিবাদ জানান। দেহরক্ষীরা কোনরকমে ঘিরে ফেলেন রেলমন্ত্রীকে। তারপর সেখান থেকে চলে যান পীযূষ। কোনওরকমে গাড়িতে উঠে একেবারে সোজা এয়ারপোর্ট।

কিন্তু এখানে দুটি প্রশ্ন দেখা দিয়েছে, এক রেলমন্ত্রীর মতো হাইপ্রোফাইল ব্যক্তিত্ব যেখানে মঞ্চে রয়েছেন, সেখানে কর্মচারী হলেও কীভাবে একেবারে মঞ্চে উঠে বিক্ষোভ দেখাতে পারলেন প্রতিবাদীরা?
একইসঙ্গে বিরোধী শিবির প্রশ্ন তুলেছে, কেন পালিয়ে গেলেন রেলমন্ত্রী। কর্মীদের দাবি-দাওয়া, ক্ষোভ-বিক্ষোভ শুনে কেন সেখানেই তিনি তাঁদের আশ্বস্ত করতে পারলেন না। এটাকে রীতিমতো তাঁর ব্যর্থতা হিসেবে দেখছে বিরোধীরা। তবে এই বিষয় নিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বা রেলমন্ত্রকের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন- সম্পূর্ণ বেসরকারিকরণ হচ্ছে রেল? ভাইরাল নিউজ ঘিরে জল্পনা

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version