à§© বছরের শিশুকন্যাকে নিয়ে তিনতলার ব্যালকনি থেকে “ঝাঁপ” মহিলার! তারপর?

দক্ষিণ কলকাতার কসবার একটি আবাসন থেকে à§© বছরের শিশুকন্যাকে নিয়ে তিনতলার ব্যালকনি থেকে “ঝাঁপ” এক মহিলার! গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বাইপাস সংলগ্ন এক সপাতালে নিয়ে যাওয়া হয়। মা ও সন্তান মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কসবা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও অন্যদিকটিও খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, এসবিআই স্টাফ রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ৩ নম্বর বিল্ডিংয়ের ৯ নম্বর ফ্ল্যাটে থাকেন ওই মহিলা। ফ্ল্যাটের তিন তলার ব্যালকিন থেকে ভারী কিছু একটা পড়ার আওয়াজ শুনতে পান নিরাপত্তারক্ষীরা। তাঁরা গিয়ে দেখেন ওই মহিলা ও তাঁর শিশুকন্যাটি গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন। সেই সময়ে ফ্ল্যাটের মধ্যেই ছিলেন ওই মহিলার স্বামী ও শাশুড়ি ছিলেন।

আরও পড়ুন- স্বাস্থ্য-রেশন থেকে কৃষি, ডেরেকের তথ্য বাণে বিদ্ধ নাড্ডা