নতুন সভাপতির পাশাপাশি নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষক পেলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কর্মীরা। পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবরের প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক হলেন প্রাক্তন মন্ত্রী জিতিন প্রসাদ। বংশপরিচয়ে যিনি আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়।

শুক্রবার পশ্চিমবঙ্গের নতুন পর্যবেক্ষের নাম ঘোষণা করেছে AICC. তাতে দায়িত্ব বর্তেছে প্রাক্তন কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ মন্ত্রী জিতিন প্রসাদের ওপর। কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি।

জিতিন প্রসাদের প্রমাতামহ পূর্ণিমা দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইঝি। কবিগুরুর ভাই হেমেন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে ছিলেন তিনি।

আরও পড়ুন- কংগ্রেসে রদবদল, স্টিয়ারিং নবীনদের হাতে, বাংলার পর্যবেক্ষক জিতিন প্রসাদ

