সোমেন মিত্রের প্রয়াণের প্রায় পাঁচ সপ্তাহ পর এআইসিসি প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর চৌধুরীর নাম ঘোষণা করার পর থেকেই ফের নতুন করে বাম-কংগ্রেস ঐক্যের বাতাবরণ তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রদেশ সভাপতি হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকেই অধীর সিপিএম তথা বামেদের সঙ্গে নিয়েই একুশের নির্বাচনে লড়াই করার বার্তা দিয়েছিলেন। এরপর এক ভিডিও টুইটে সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম শুভেচ্ছা জানানো মধ্যে দিয়ে জোট বার্তাকে সমর্থন করেছেন।

আর সেলিমের ইতিবাচক সাড়া পেয়েই অধীর চৌধুরীর আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে গিয়েছে। অধীরের কথায়, “সেলিম ভাই-এর টুইট আমায় উৎসাহিত করলো, একসাথে লড়বো”।

Congratulatory message from Comrade @salimdotcomrade to @adhirrcinc on being elected as president of WBPCC. pic.twitter.com/FndRkuljfg
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) September 11, 2020
Congratulations to @adhirrcinc on being elected as president of WBPCC. The Left and Congress have held political programmes together to fight anti people policies of BJP-TMC and will continue to do so in future. pic.twitter.com/GHVJgw9EFw
— Md Salim (@salimdotcomrade) September 11, 2020
আরও পড়ুন-গোঘাটে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, উত্তপ্ত ত্রিবেণীতে অবরোধ
