Sunday, August 24, 2025

কেন নিজেকে চার্চিল আর রুজভেল্টের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প?

Date:

Share post:

নিজেকে এবার বিশ্ব বিখ্যাত দুই ঐতিহাসিক চরিত্রের সঙ্গে তুলনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে করোনা বিশ্ব মহামারি মোকাবিলায় ট্রাম্পের ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন ডেমোক্র্যাটরা। তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেন অভিযোগ করছেন, করোনার বিপদ সম্পর্কে সাধারণ মানুষকে ইচ্ছে করেই ভুল বুঝিয়েছেন ট্রাম্প। আগাম বিপর্যয়ের কথা চেপে গিয়ে করোনাকে গুরুত্বই দিতে চাননি। সেজন্যেই আজ আমেরিকায় এত মানুষের মৃত্যু হয়েছে করোনা মহামারিতে। বিরোধীদের এই অভিযোগ চিরাচরিত স্টাইলে উড়িয়ে দিয়ে এবার পাল্টা যুক্তিতে নিজের কাজের সাফাই দিলেন ট্রাম্প। আর তা করতে গিয়ে দুই বিখ্যাত রাষ্ট্রনায়ক চার্চিল ও রুজভেল্টের সঙ্গে নিজের তুলনা টানলেন।

আমেরিকার মিশিগানে এক নির্বাচনী সমাবেশের বক্তৃতায় করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নিজের বিভিন্ন বক্তব্যের সপক্ষে যুক্তি দেন ট্রাম্প। সেই সময় তিনি দাবি করেন, এক্ষেত্রে তিনি যে ভূমিকা পালন করেছেন, তার সঙ্গে একমাত্র তুলনা চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের ভূমিকার। ট্রাম্পের কথায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনের ছাদে দাঁড়িয়ে জনগণকে শান্ত রাখার জন্য বক্তৃতা দিতেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। আর মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টও মার্কিনিদের ভীত না হওয়ার আহ্বান জানাতেন। অতীতের এই ঘটনা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, এঁদের মতই আমিও করোনা মহামারির বিপদ সম্পর্কে নিজে জেনেও মানুষ যাতে ভয় না পায়, অযথা প্যানিক না করে সেজন্য বেশি কিছু বলিনি। সাধারণ মানুষকে ভয় পাইয়ে দেওয়া নিশ্চয়ই কোনও দায়িত্বশীল রাষ্ট্রনেতার উদ্দেশ্য হতে পারে না! তাই আমি যা করেছি, ঠিকই করেছি।

আরও পড়ুন-‘কমলা আমেরিকার প্রেসিডেন্ট হলে খুব লজ্জার’, হ্যারিসকে তীব্র কটূক্তি ট্রাম্পের

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...