Sunday, August 24, 2025

ভাইরাস আক্রান্তকে হাসপাতালে পৌঁছনো, মৃতদেহ সৎকার, নিজেই সামলাচ্ছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট

Date:

Share post:

ভয়াবহ পরিস্থিতিতে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছেন কোচবিহারের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বদীপ মুখোপাধ্যায়। কখনও করোনা আক্রান্তের মৃতদেহ সৎকার করছেন। তো আবার কখনও করোনা রোগীকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। তাঁর দাবি, শুধুমাত্র তিনি তার দায়িত্ব পালন করছেন।

কোচবিহারে করোনা আক্রান্তের সংখ্যা বহু। এহেন পরিস্থিতিতে বিশ্বদীপ মুখোপাধ্যায় বলেন, “আমি একজন প্রশাসনের কর্মী হয়ে শুধুমাত্র কর্তব্য পালন করছি।” তাঁর এই কাজের প্রশংসা করে কোচবিহারের মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন, “বিশ্বদীপবাবু কোভিড প্রটোকল মেনেই মৃতদেহ দাহ করছেন। মানুষের সাহায্যে তিনি এগিয়ে আসছেন। প্রয়োজনে মুখাগ্নি করা থেকে মৃতদেহ দাহ করা সবকিছুই তিনি করছেন।”

দফতরের কর্মীদের থেকে এই কাজের জন্য ভূয়সী প্রশংসাও পেয়েছেন তিনি। প্রশংসা পেয়েছেন এলাকার মানুষদের থেকেও।

করোনা পরিস্থিতির শুরুর সময় থেকে এমন কাজ প্রায় প্রতিদিনই তিনি করে চলেছেন ওই এলাকায়। প্রশাসন সূত্রে খবর, অতিমারি পরিস্থিতি শুরুর সময় থেকে মুম্বই থেকে ফেরার পথে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়। তার পরিবারের সদস্যরা তাকে কোচবিহারে নিয়ে আসেন। সেখানেই তাকে দাহ করা হয়। সে সময় তাদের সাহায্যে এগিয়ে এসেছিলেন বিশ্বদীপ মুখোপাধ্যায় নিজে। সম্প্রতি এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা যায়। তার পরিবারের সদস্যরা তাকে মুখাগ্নি করতে অস্বীকার করেন। সেই মৃতদেহের মুখাগ্নি করেন বিশ্বদীপ মুখোপাধ্যায়। কোচবিহার পুরসভার এক আধিকারিক এর মৃত্যু হয় শুক্রবার। তার পরিবারের সদস্যরা এখানে থাকেন না। পরিবারের অনুমতি নিয়েই তার দেহ সৎকার হয় এই জেলাতেই। সেক্ষেত্রেও এগিয়ে আসেন স্বয়ং বিশ্বদীপ মুখোপাধ্যায়। এছাড়া আরো কিছু মৃতদেহের দাহ কাজ তিনি নিজে হাতে করেন সবটাই কোভিড প্রটোকল মেনে। জেলায় যখন পরিযায়ী শ্রমিকরা যখন ফিরে আসছিল ঠিক সেই সময় তাঁকে দেখা গিয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে প্রতিনিয়ত কাজ করতে।

আরও পড়ুন-ব্যাপক ভাঙন গেরুয়া শিবিরে! বেহালায় তৃণমূলের বিক্ষোভ সমাবেশ যেন দলবদলের মঞ্চ

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...