এবার ‘পুরোহিত ভাতা’ দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘ইমাম ভাতা’র পরে এবার “পুরোহিত ভাতা’ দেওয়া হবে রাজ্যে। দরিদ্র সনাতনী ব্রাহ্মণ পুরোহিতদের সাহায্যে সোমবার নবান্ন থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১০০০ টাকা করে মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করেন তিনি।
৮০০০ পুরোহিত এই সুবিধা পাবেন।

পুজোর মাস থেকেই এই ভাতা চালু হবে বলে বাংলা আবাস যোজনার ঘর করে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে অনেক দরিদ্র পুরোহিত আছেন। হয়ত সারা মাসে তাঁরা একটাই পুজো পায়। অনেক দিন ধরেই তাঁরা সরকারের কাছে ভাতৃল দাবি জানাচ্ছিলেন। সেই মতোই পুরোহিতের ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সনাতন ধর্মের জন্য কোলাঘাটে তীর্থস্থান তৈরি করা হবে।

আরও পড়ুন-রাজ্যে হিন্দি অ্যাকাডেমি গঠন করল সরকার

Previous articleসংসদ অধিবেশনের প্রথম দিনেই করোনা- পজিটিভ ২৬ সাংসদ
Next articleকার্টুন শেয়ার করায় মারধর নৌসেনা কর্তাকে, প্রতিবাদ ভারতীয় সেনার প্রাক্তন অফিসারদের