Monday, August 25, 2025

ইচ্ছে থাকলেই দুর্গাপুজোর ভোগ পৌঁছবে বাড়ির দোরগোড়ায়! মাত্র ২১ টাকায়

Date:

Share post:

অতিমারি পরিস্থিতির মধ্যেই হবে চলতি বছরের বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। স্বাস্থ্যবিধির নিয়ম মেনে প্রবেশ করতে হবে পুজো প্যান্ডেলে। পরতে হবে মাস্ক। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। আর তা না হলেই ‘কোভিড পজিটিভ’। এতসবের মধ্যে পুজোর ভোগ না পেলে বাঙালির মন খারাপ। কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করার কারণ নেই। এবার বাড়িতে বসেই পাওয়া যাবে কলকাতার বড় বড় দুর্গাপুজার ভোগ। স্মার্টফোনের মাধ্যমেই এক ক্লিকেই অর্ডার করে ফেলতে পারবেন ভোগ। ভার্চুয়াল মাধ্যমেই এবছর দুর্গা ঠাকুর দেখার কথা আগেই জানানো হয়েছে। এবার অনলাইনেই ভোগ বিতরণ।

এই উদ্যোগ গ্রহণ করেছেন একজন বাঙালি ইঞ্জিনিয়ার। নাম দেব দত্ত। একটুও যাতে মন খারাপ না হয় সেই কারণে তিনি নিয়ে এসেছেন একটি অভিনব অ্যাপ। তার নাম ইয়োটো। ক্লিক করুন : https://yotto.in/

অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে এই অ্যাপটি। অ্যাপের মাধ্যমে সোজা ভোগ পৌঁছে যাবে মণ্ডপ থেকে আপনার বাড়ির দরজায়। অ্যাপটি খুললে সেখানে ভোগ নামে একটি সেকশন থাকছে। প্রথমেই সেই সেকশনে লগইন করতে হবে। এখানে নিজের বাড়ির ঠিকানা অনুযায়ী তিন থেকে চার কিলোমিটার পরিধি বিশিষ্ট এলাকার মধ্যে যেসব বারোয়ারি এবং বনেদি পুজো ভোগ করছে তাদের নাম দেখতে পাওয়া যাবে। এরপর নিজের পছন্দমত পুজো কমিটির ভোগ অর্ডার করতে পারবেন। গাড়ি ভাড়া বাবদ ডেলিভারি বয়কে মাত্র ২১ টাকা দিতে। তবে এই ভোগ বুকিং করা যাবে পুজোর আগেই। অর্থাৎ পঞ্চমী পর্যন্ত বুকিংয়ের শেষ সময়।

অ্যাপটির আবিষ্কর্তা দেব দত্ত বলেন, “শুধু ভোগ খাওয়ার ইচ্ছে থাকা চাই। তাহলেই ঘরে বসেই মিলবে ঠাকুরের প্রসাদ। ইতিমধ্যে কুড়ি থেকে পঁচিশটি পুজো কমিটির সঙ্গে কথাবার্তা সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর কলকাতার হাতিবাগান সার্বজনীন, টালা বারোয়ারি। দক্ষিণ কলকাতার মধ্যে রয়েছে, বেহালা এসবি পার্ক, চক্রবেরিয়া সার্বজনীন পুজো কমিটি। বনেদি পুজো উদ্যোক্তাদের মধ্যে শহরবাসী ভোগ খেতে পারবেন শোভাবাজার রাজবাড়ির পুজোর।

এই অ্যাপের মাধ্যমে অর্ডার দেওয়া যাবে অন্যান্য খাবারেরও। যেমন ফুচকা, লিট্টি, ঝাল মুড়ি চুরমুর। এছাড়া তো থাকছেই বিরিয়ানি, চাউমিন, চিলি চিকেন, ফ্রাইড রাইস ইত্যাদি।

আরও পড়ুন- উন্নয়নমূলক কাজ বন্ধের নিদান দিয়ে ফের বিতর্কে অনুব্রত

spot_img

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...