Friday, January 2, 2026

এবারের তর্পণ সামাজিক দূরত্ব মেনেই, গণ্ডি থাকছে ঘাটে, পড়তে হবে মাস্ক

Date:

Share post:

মহালয়ার দিন গঙ্গার ঘাটে ঘাটে এবার দেখা যেতে পারে নজিরবিহীন দৃশ্য৷

আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা হয়নি, তবে এবার স্বাস্থ্যবিধি মেনেই গঙ্গার ঘাটে মহালয়ার তর্পণে যাতে অংশ নেন সাধারণ মানুষ, সেই লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। আজ, মঙ্গলবার কলকাতা পুলিশ-সহ একাধিক এজেন্সির সঙ্গে বৈঠকে বসবে পুরসভা। এই বৈঠকে মূলত তর্পণের দিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে৷

বৃহস্পতিবার মহালয়া। মহালয়ায় পিতৃতর্পণ এক অবশ্যপালনীয় প্রথা৷ এবার এই রীতি পালন করতে হবে সামাজিক দূরত্ববিধি মেনেই৷ ঠিক হয়েছে,

◾দূরত্ববিধি নিশ্চিত করতে গঙ্গার ঘাটে কেটে দেওয়া হবে দাগ।

◾মাইকে বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হবে ঘোষণা। বলা হবে, স্বাস্থ্যবিধি মেনেই যেন সামিল হন তর্পণে।

◾অন্তত ৬ ফুট দূরত্ব বজায় যেন সাধারণ মানুষ তর্পণে সামিল হন, ওইদিন সকাল থেকেই বলা হবে৷

◾প্রতিটি ঘাটে একটি করে শিবির থাকবে। শিবির থেকে বিনামূল্যে স্যানিটাইজার দেওয়া হবে তর্পণ করতে আসা মানুষের হাতে।

◾ পুরোহিত ও তর্পণকারী মুখে যাতে মাস্ক ব্যবহার করেন, সেই অনুরোধও করা হবে৷

◾প্রতিবারের মতোই জলে দুর্ঘটনা ঠেকাতে বির্পযয় মোকাবিলা বাহিনী এবং ডুবুরিদের রাখা হবে৷

◾ঘাটে নিয়ম মানা হচ্ছে কি না, তা দেখতে অন্যান্য বছরের থেকে এবার অনেক বেশি থাকবে পুলিশও।

◾ইতিমধ্যেই বিষয়টি নিয়ে লালবাজারের সঙ্গে পুরকর্তাদের কথা হয়েছে৷

তর্পণ করতে কলকাতার ৯ টি গঙ্গার ঘাটে প্রচুর মানুষের জড়ো হন। তর্পণে সামাজিক বিধি ভাঙা হোক, সেটা চাইছে না পুর-প্রশাসন। সে কারণেই সবচেয়ে বেশি ভিড় থাকে যে যে ঘাটে, সেখানে বাড়তি লোক মোতায়েন রেখে সামাজিক দূরত্ব বজায় রাখার পরিকল্পনা করেছে পুরসভা। এই ঘাটগুলি হল, বাবুঘাট, নিমতলা ঘাট, জাজেস ঘাট। প্রয়োজনে এই ঘাটগুলিতে অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ পুলিশ মোতায়েনের কথাও পুরসভার তরফে লালবাজারকে জানানো হয়েছে।

spot_img

Related articles

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে!

বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar...

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...