বাবরি রায় ৩০ তারিখ, আদবানিদের কেন কোর্টে তলব?

রাম মন্দির ইস্যু সমাধান করেছে শীর্ষ আদালত। এবার বাবরি মসজিদ। প্রায় তিন দশক পুরনো বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দান ৩০ সেপ্টেম্বর। লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী-সহ ওই মামলায় অভিযুক্ত ৩২ জনকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই আদালত।

মাসেই ওই মামলায় আদালত অভিযুক্ত ৩২ জনের বয়ান রেকর্ড করা হয়। লখনউয়ে ওই মামলার রায়ের দিন ধার্য করেন বিশেষ সিবিআই আদালতের বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব। রায়দানের তারিখ উল্লেখ করে জানিয়েছেন আদবানি, যোশী-সহ ২৫ জনের আইনজীবী কে কে মিশ্রও।

শীর্ষ আদালত মামলা নিস্পত্তির সময় বেঁধে দেওয়ার পরও রায়দানের দিন ঠিক করতেই দেরি বলে খবর ।
গত বছর জুলাই মাসে ওই মামলার রায়দানের সময়সীমা ৬ মাস বাড়িয়ে দেয় সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা পেরিয়ে যায় ১৯ এপ্রিল। তার পর ফের রায়দানের সময়সীমা বাড়ানো হয়।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবা করতে এসে প্রাচীন ওই মসজিদটিকে ভেঙে ফেলেন করসেবকরা। অভিযোগ ওঠে আদবানি, মুরলী মনোহর যোশী-সহ তিন বিজেপি নেতাই করসেবকদের উত্তেজিত করে এই কাজ করান। অভিযোগ শেষপর্যন্ত তারাই ভেঙে ফেলেন মসজিদ। তবে এই ঘটনায় তাঁদের জড়িত থাকার কথা অস্বীকার করেন আদবানিরা। একমাত্র উমা ভারতী অবশ্য বলেন, “রায় যাই হোক তাতে কিছু এসে যায় না। যদি ফাঁসি তাহলে তা আমার সৌভাগ্য’। তালিকায় নাম আছে, এল কে আদবানী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, সুধীর কক্কর, রামচন্দ্র কাঠারি, কল্যাণ সিং, বিনয় কাটিয়ার, মহন্ত নিত্যগোপাল দাস, চম্পত রাই, সাক্ষী মহারাজ।

আরও পড়ুন-স্বস্তির খবর! দেশে ফের শুরু অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল

Previous articleশুভশ্রীকে আদর রাজের, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Next articleসিগারেটের টুকরা ধরিয়ে দিল খুনিকে, অভিযুক্তদের যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের