গভীর ঘুমের মাঝেই প্রয়াত প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার! 

গভীর ঘুমের মাঝেই প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সদাশিব পাটিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর ।
কোলাপুর জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন আধিকারিক রমেশ কদম জানিয়েছেন,
সদাশিব পাটিল কোলাপুরের রুইকর কলোনিতে নিজের বাড়িতে মঙ্গলবার গভীর ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ৫০, ৬০ এর দশকে ক্রিকেট খেলতেন। জোরে বোলিং ছিল তার সম্পদ। অলরাউন্ডার সদাশিব পাটিল ১৯৫৫ তে নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে একটিমাত্র টেস্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। যদিও তিনি এরপর দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। পাটিল ১৯৫২ থেকে ১৯৬৪-র মধ্যে মহারাষ্ট্রের হয়ে ৩৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ৮৬৬ রান করা ছাড়াও ৮৩টি উইকেট নিয়েছেন। তিনি রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের অধিনায়কও ছিলেন।
BCCI-এর তরফে বলা হয়েছে, ‘মহারাষ্ট্রের হয়ে ১৯৫২-৫৩ ডেবিউ সেশনেই মিডিয়াম পেসার পাতিল চমক দেখিয়েছিলেন। মুম্বইয়ের বিরুদ্ধে একটা ম্যাচে ডোমেস্টিক চ্যাম্পিয়নদের মাত্র ১১২ রানেই গুটিয়ে দিয়েছিলেন তিনি।’
১৯৫৯ এবং ১৯৬১ সালের মধ্যে ল্যাঙ্কাশায়ারের হয়ে মোট ৫২টি ম্যাচ খেলে ১১১টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

Previous articleসমর্থন না বিরোধিতা? পুরোহিত ভাতা নিয়ে বিভ্রান্তি গেরুয়া শিবিরে
Next articleসারেগামাপা-য় বিচারকের আসনে মিকা, ক্ষুব্ধ সংগীতশিল্পীরা