Friday, December 19, 2025

পেঁয়াজ কূটনীতি: ভারত কথা রাখল না?

Date:

Share post:

অব্যাহতভাবে বাংলাদেশে পেঁয়াজ রফতানি করবে ভারত। আর কোনও কারণে তা বন্ধ করতে চাইলে আগেই জানাবে।

ভারতের সঙ্গে বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে এমন একটি ‘অলিখিত কথা’ ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের সহ বিদেশমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান, না জানিয়ে হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করায় সেই ‘অলিখিত কথাটি’ না রাখার বিষয়টিই অস্বস্তিতে ফেলেছে বাংলাদেশকে। সে কারণে ভারত যাতে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে, সে বিষয়ে জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ঢাকা।

জানা গিয়েছে, ভারত থেকে হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ হয়ে যাওয়ার পর ঢাকা ও দিল্লি থেকে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ঢাকাকে আশ্বাস দিয়ে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন অচিরেই এই সমস্যার সমাধান হবে। এদিকে ঢাকার পক্ষ থেকে দিল্লির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে।

অপরদিকে সঙ্কট সামাল দিতে ভারত ছাড়াও বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির প্রচেষ্টা চালানো হচ্ছে। সূত্র জানায়, ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধের একদিন পরেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ঢাকা ও দিল্লি থেকে কূটনৈতিক তৎপরতা শুরু করা হয়।

দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। একইসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার ভারতীয় হাইকমিশনকে একটি কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। ঢাকার পক্ষ থেকে পেঁয়াজ বন্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রতিবেশী দেশটিকে অনুরোধ জানানো হয়।

গত বছর সেপ্টেম্বর মাসেও ভারত হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। সে সময় বাংলাদেশের বাজারে পেঁয়াজের বাজার অস্থির হয়ে পড়ে। কোথাও কোথাও ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরেও পেঁয়াজ বিক্রি হয়েছিল। এবারও সেই সেপ্টেম্বর মাসেই ভারত হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠেছে।

ভারত পেঁয়াজ রফতানি বন্ধের পর গত বছর ৩ অক্টোবর দিল্লি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ভারত সরকারকে অনুরোধও করেছিলেন পেঁয়াজ রফতানি বন্ধের আগে তারা যেন বাংলাদেশকে আগাম জানিয়ে দেয়। এছাড়া সে সময় প্রধানমন্ত্রী ভারতের ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় বলেছিলেন, তিনি তার কাজের লোকদের বলে দিয়েছেন পেঁয়াজ ছাড়া রান্না করতে। তখন প্রধানমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে আলোচনাও হয়েছিল।

চলতি বছর ১৪ সেপ্টেম্বর ভারত থেকে হঠাৎ করেই পেঁয়াজ আসা বন্ধ হয়ে যায়। তবে ওই দিন রাতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক অমিত যাদব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৯৯২ সালের ভারতের বৈদেশিক বাণিজ্য আইনের ৩ ধারা অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। তবে পেঁয়াজের কুচি, পাউডার ও অন্য কোন অবস্থায় পেঁয়াজ রফতানি অব্যাহত থাকবে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি জারির পর বিষয়টি পরিষ্কার হয়ে যায়।

সূত্র জানায়, দীর্ঘদিন ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ। তবে দুর্গাপুজো সামনে রেখে ভারতে প্রায় ১৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়। গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে সেই ইলিশের প্রথম চালান যায় ভারতে। আর ঠিক সেই একই দিনে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ সরকারের জন্য অস্বস্তি তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। আর সেই কারণেই সরকার থেকে ভারতের কাছে পেঁয়াজ রফতানি আদেশ প্রত্যাহারে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

এদিকে ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে বিকল্প দেশ খোঁজা হচ্ছে। মায়ানমার, তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আমদানির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এসব দেশের সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার।

উল্লেখ্য, প্রতি বছর বাংলাদেশে প্রায় ২৩ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়। তবে ৪ থেকে ৫ লাখ টন পেঁয়াজ নষ্ট হয়ে যায়। আর প্রতি বছর বাংলাদেশে চাহিদা রয়েছে ৩০ লাখ টন। ফলে প্রতি বছর প্রায় ১০ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। আর আমদানির ৯০ শতাংশই আসে ভারত থেকে।

বাংলাদেশের সহ বিদেশমন্ত্রী শাহরিয়ার আলম আরও জানান,” ভারত থেকে পেঁয়াজ রফতানির নোটিশ আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই দিল্লি মিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। কারণ আমাদের মধ্যে অলিখিত কথাটি ছিল যে, ভারত অব্যাহতভাবে বাংলাদেশে পেঁয়াজ রফতানি করবে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনও পরিবর্তন আনে, আগে থেকে আমাদের জানিয়ে দেবে। এই ধরনের বোঝাপড়ার মধ্যে আছে, এটা বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে। আমরা তাদের খুব দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্তটি প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছি। আশা করছি, এটার একটা ভালো ফলাফল পাবো। শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।”

আরও পড়ুন- ফের মোদির মন্ত্রিসভায় করোনা হানা! এবার আক্রান্ত নীতিন গড়করি

spot_img

Related articles

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি...

কেকেআরের মালিকানার পরিবর্তন! দলের শেয়ার বিক্রি করছেন জুহি?

বছর শেষের আগেই নাইট শিবিরে ফাটল! আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা পরিবর্তনের সম্ভবনা কলকাতা নাইট রাইডার্সেও(KKR)।...

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua)...