Friday, August 22, 2025

বরফ গলার ইঙ্গিত! মোদিকে শুভেচ্ছা জানিয়ে সম্পর্ক মজবুত করার বার্তা ওলির

Date:

গত কয়েক মাস আগে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। যার নেপথ্যে আছে সীমান্ত। সে সব ভুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে প্রতিবেশী দেশের সুসম্পর্ক গড়ে তোলার বার্তা দিয়েছেন তিনি। সারা দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এদিন শুভেচ্ছাবার্তা পেয়েছেন প্রধানমন্ত্রী। সেই তালিকায় যোগ হলেন নেপালের প্রধানমন্ত্রীও।

আজ, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন। নেপালের প্রধানমন্ত্রী এদিন টুইটারে নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে লেখেন, ” জন্মদিনের শুভ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।”

বিবাদের সূত্রপাত কয়েক মাস আগে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি সড়ক উদ্বোধন করেন। কাঠমান্ডুর পক্ষ থেকে জানানো হয়, ওই রাস্তা যে অঞ্চলের মধ্যে দিয়ে গিয়েছে তাই ভারত না নেপালের সেটা নিয়ে বিতর্ক আছে। এরপরেই নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ভারতের ৩ অঞ্চল লিপুলেখ, লিমপিয়াধুরাও, কালাপানিকে নিজেদের মানচিত্রে যোগ করেন।

নেপালের এই আচরণের তীব্র বিরোধিতা করে দিল্লি। শুধু তাই নয়, ওলির এই কাজের বিরোধিতা করেছিলেন কাঠমান্ডুর একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞ। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, বেজিংয়ের ইমরানের এই কাজ করেছে নেপালের প্রধানমন্ত্রী। এমনকী দিল্লির বিরুদ্ধে সুর চড়িয়েছেন ওলি। তবে বৃহস্পতিবারের টুইটে সেই সব কিছু লক্ষ্য করা গেল না।কেপি ওলির এদিনের টুইটের পরে বরফ গলার ইঙ্গিত পাচ্ছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বিবাদ মিটিয়ে নিতে চাইছে প্রতিবেশী দেশ।

আরও পড়ুন- পেঁয়াজ রফতানি বন্ধ নিয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয় অনুতপ্ত: মোমেন

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version