যুবসমাজের জন্য সুখবর! সহজ সুদে ঋণ নিয়ে ব্যবসার সুযোগ ‘কর্মসাথী’ প্রকল্পে

বিধানসভা নির্বাচনের আগে যুবসমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। বেকার যুবক যুবতীদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য কর্মসাথী প্রকল্পের বিজ্ঞপ্তি জারি। নবান্ন থেকে জারি করা হয়েছে কর্মসাথী প্রকল্পের বিজ্ঞপ্তি। বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে ব্যবসার জন্য দু’লক্ষ টাকা পর্যন্ত সহজ কিস্তিতে ঋণ পাবেন। আবেদনপত্র খতিয়ে দেখতে জেলা ও ব্লক স্তরে গঠন করা হয়েছে কমিটি।

নবান্ন সূত্রে খবর, কর্মসাথী প্রকল্পের জন্য আবেদন হবে জেলা ভিত্তিক। আবেদনপত্র খতিয়ে দেখতে তৈরি হবে কমিটি। পাওয়া যাবে সহজ কিস্তিতে ঋণ।

কারা এই ঋণ পেতে পারেন কী কী শর্ত জারি হয়েছে দেখে নেওয়া যাক:-

▪️ আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৫০
▪️ আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
▪️ সর্বোচ্চ দু’লক্ষ টাকা লোন মিলবে রাজ্য সরকারের তরফ থেকে।

কর্মসাথী প্রকল্পের সুবিধা পেতে আবেদনগুলি খতিয়ে দেখে ঋণদানে অনুমোদন দেওয়ার জন্য জেলায় জেলায় গঠন করা হয়েছে একটি স্ক্রিনিং কমিটি। এই কমিটিতে জেলাশাসক ছাড়াও তাঁকে কাজে সাহায্যের জন্য থাকছেন সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার, জেলার হ্যান্ডলুম দফতর, মৎস্য, কৃষি বিপণন, উদ্যানপালন দফতরের আধিকারিকরা।

তবে কলকাতার ক্ষেত্রে এই বিষয়টি দেখভালের দায়িত্বে থাকবেন এমএসএমই দফতরের ডিরেক্টর।

আরও পড়ুন-চাঞ্চল্যকর! গোপন চিনা নজরদারি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গান্ধী পরিবার, মমতা, রতন টাটাদের উপর

Previous articleমোদির ফিট থাকার রহস্য লুকিয়ে রয়েছে তাঁর ডায়েটে!
Next article‘কৃষক-দরদ’ নিয়ে নাম না করে কংগ্রেসকে খোঁচা মোদির