Sunday, November 9, 2025

মিলল শর্বরী দত্তের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, কী রয়েছে তাতে?

Date:

Share post:

মস্তিষ্কে রক্তক্ষরণেই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যু হয়েছে- ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তেমনই উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, সেরিব্রাল স্ট্রোক ও ইন্টার্নাল হেমারেজের কারণেই মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে প্রাথমিক রিপোর্টে। রিপোর্টে খুনের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে সূত্রের খবর।

তবে ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে, যখন ময়নাতদন্ত করা হয়েছে তার থেকে ৩৬ ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার রাতে তাঁর দেহ শৌচাগার থেকে উদ্ধার হলেও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তাঁর মৃত্যু হয়েছে বুধবার রাতে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ, ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের দেহ। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে খাওয়ার সময় তাঁর সঙ্গে শেষবারের মতো অন্যান্যদের দেখা হয়। তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না বলেও পরিবারের সদস্যদের দাবি। তবে তাঁর তেমন কোনও অসুস্থতা ছিল না। কী কারণে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। তদন্তে নামে কড়েয়া থানার পুলিশ।

পারিবারিক বন্ধুদের থেকে বারবারই ছেলের সঙ্গে শর্বরী দত্তের বিবাদের কথা উঠে আসছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। তা হল, প্রায় ২৪ ঘণ্টা মায়ের কোনও খোঁজ না পেলেও কেন ছেলে বাড়ির একতলায় এসে তাঁর খোঁজ করেনি। তিনি যে হরমোনের ওষুধ খেতেন, সেই ওষুধ বেশি পরিমাণে খাওয়ার কারণেই তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে কি না এইসব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। শুক্রবার সন্ধেয় কেওড়াতলা মহাশ্মশানে শর্বরী দত্তের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে।

আরও পড়ুন-CID-এর ডাকে ভবানী ভবনে প্রাক্তন আইপিএস-বিজেপি নেত্রী ভারতী ঘোষ

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...