জন্মদিনে দেশবাসীর কাছে উপহার চাইলেন মোদি, কী সেটা?

৭০তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বিজেপির নেতা-কর্মীরা। শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, বিদেশের রাষ্ট্রনায়করাও ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। দিনের শেষে আপ্লুত নরেন্দ্র মোদি কিন্তু জন্মদিনের উপহার চাইলেন দেশবাসীর থেকে। শুভেচ্ছা বার্তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে, মোদি মাস্ক পরতে ও শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন জানান।

বৃহস্পতিবার রাতে নিজের টুইটার হ্যান্ডেল প্রধানমন্ত্রী লেখেন,
মাস্ক পরতে হবে এবং তা সঠিকভাবে পরতে হবে।
কঠোরভাবে ‘দো গজ কি দূরি’ বজায় রাখতে হবে।
জনবহুল জায়গাগুলিতে যাওয়া এড়িয়ে যেতে হবে।

টুইটে মোদি লেখেন, “অনেকেই আমার কাছে জানতে চাইছেন জন্মদিনে আমি কী চাই। আমি যা চাইছি তা হল, একটি মাস্ক পরুন এবং এটি সঠিক ভাবে পরুন। সামাজিক দূরত্ব অনুসরণ করুন। দো গজ কি দূরি বজায় রাখুন”। শেষে তিনি এই গ্রহকে সুস্থ করে তোলার বার্তা দেন।

জন্মদিনে বহু শুভেচ্ছা, শুভকামনা ভরা বার্তা পেলেও, কাঁটাও কম ছিল না। সোশ্যাল মিডিয়ায় মোদির জন্মদিনকে কটাক্ষ করে প্রচুর মিম তৈরি হয়েছে। বিরোধীরা এই দিনটিকে ‘বেকার দিবস’ হিসেবে চিহ্নিত করার কথা বলেছেন। সেইসবকে ছাপিয়ে শুধুমাত্র করোনা মোকাবিলায় তাঁর উদ্যোগকে প্রধানমন্ত্রী প্রাধান্য দিচ্ছেন বলে টুইটে এই বার্তা দিলেন বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-৭০-এ মোদি, ৭০ হাজার চারাগাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর বার্থ-ডে সেলিব্রেশন গুজরাতে

Previous article২০০০ টাকার নোট ছাপায় সায় ছিল না মোদির! ফাঁস প্রাক্তন আমলার
Next articleট্যাক্সিকাণ্ড: আলিপুর আদালতে ঘটনার গোপন জবানবন্দি দিলেন মিমি